Home » হুটার বাজিয়ে পুলিশি নিরাপত্তায় মেদিনীপুরে এলো কোভিড টিকা কোভিশিল্ড

হুটার বাজিয়ে পুলিশি নিরাপত্তায় মেদিনীপুরে এলো কোভিড টিকা কোভিশিল্ড

by Biplabi Sabyasachi
0 comments

Covid vaccin came in Medinipur

আরও পড়ুন ঃ-ডেবরায় আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীদের রাস্তা অবরোধ

আরও পড়ুন ঃ-পকেটে বিজেপির ব্যাচ ,নন্দীগ্রামে যুবকের কাছ থেকে উদ্ধার ২ টি তাজা বোমা ও ছুরি

পত্রিকা প্রতিনিধি: সবার আগে হুটার বাজিয়ে পুলিশের একটি গাড়ি তারপর বেশ কয়েকটি গাড়ি সবশেষে আবার একটি পুলিশের গাড়ি এক্কেবারে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে মেদিনীপুরে আনা হল তাকে না ইনি কোনও সেলিব্রিটি বা নেতা মন্ত্রী আমলা নন । ‘কোভিশিল্ড’ -এর আগমন নিয়েই এই ব্যবস্থা হবে নাই বা কেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে করনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এই জেলায় এসেছে। প্রথম পর্যায়ে ২৬০০০ ডোজ কোভিশিল্ড আনা হয়েছে। কলকাতার বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর থেকে কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে ইনস্যুলেটেড ভ্যানে করে শহরে শরৎ পল্লীতে জেলা স্বাস্থ্য ভবনে আনা হয়েছে করোনা ভ্যাকসিন । বিশেষ করছেন ব্যবস্থায় ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত করে রাখা হয়েছে কোভিশিল্ড ।

আজ বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ খড়গপুর ঘাটাল মহকুমা হাসপাতাল কেরানিতোলার জেলা পরিবার কল্যাণ কেন্দ্রসহ মোট পঁচিশ টি ভ্যাকসিন সেন্টার বা কোল্ড চেন পয়েন্টে পৌঁছে দেওয়া হবে এই ভ্যাকসিন । প্রথম পর্যায়ে চিকিত্সক, নার্স , স্বাস্থ্যকর্মীসহ ২৪৪৮৩ জন করোনা যোদ্ধাকে ১৬ জানুয়ারী থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে । টানটান প্রতীক্ষার পর কোনো ভ্যাকসিন আসাতে অনেকটাই চিন্তামুক্ত জেলাস্বাস্থ্য দফতর। জেলা উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারঙ্গী এদিন ভ্যাকসিন স্টোর করার কাজ করছিলেন। তিনি বললেন বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন জেলায় এসে গিয়েছে বৃহস্পতিবার বিভিন্ন চেন পয়েন্টে তা পাঠিয়ে দেওয়া হবে ।

১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে প্রথম পর্যায়ে যাদের নাম নথিভুক্ত হয়েছে তাদের গোটা জানুয়ারি মাসজুড়ে ভ্যাকসিন প্রদান করা হবে । তবে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার যেহেতু অন্যান্য ভ্যাকসিন প্রদান করা হয় তাই ওই দুদিন বাদে সপ্তাহের বাকি পাঁচদিন করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। কোনো ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে তার একটি মহড়া বা ড্রাই রান ইতিমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে । সেই মহড়া মতোই ভ্যাকসিন প্রদানের কাজ হবে । এ রকমভাবে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড এসে পৌঁছালো। বুধবার বাগবাজার কেন্দ্রীয় মেডিকেল স্টোর থেকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে নয় হাজার ডোজ করোনাণ ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর। এ ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলাতেও এদিন যথাযথ ব্যবস্থার মধ্য দিয়ে কোভিশিল্ড এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid vaccin came in Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.