Home » এগরায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

এগরায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

by Biplabi Sabyasachi
0 comments

BJP candidate

আরও পড়ুন ঃনির্বাচনী প্রচার শেষে ময়নায় আক্রান্ত অশোক দিন্দা, রিপোর্ট তলব কমিশনের

পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে প্রথম দফার নির্বাচন মিটতেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। সকাল হতেই বিজেপি কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে খুন করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে উওর কাঁথির বিধানসভা বাথুয়ারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পোদ্দা এলাকায়। মৃত ব্যক্তির নাম জন্মোঞ্জয় দলাই ( ৩৫ ) । তার বাড়ি এগরা ২ ব্লকের বাথুয়ারী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পোদ্দা গ্রামে। তবে এই ঘটনার পরেই চাঞ্চল‍্য ছড়িয়েছে গোটা এলাকায়।

উল্লেখ্য , ওই ব্যক্তি  দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বিজেপি পার্টি করতো ৷ সেই মতো প্রথম দফা  নির্বাচনে তিনি বিজেপি  হয়ে নেতৃত্ব দেন। তবে নির্বাচনের প্রক্কালে ওই ব্যক্তি বিজেপির হয়ে এলাকায় এলাকায় নেতৃত্ব দেওয়া কোনো ভাবেই মেনে নিতে পারছিলেন না শাসকদলের কর্মীরা। এরপর আজ, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ উত্তর কাঁথি বিধানসভা বাথুয়ারী এলাকায় সরপাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ তবে এই ঘটনার পর ওই বিজেপি কর্মীকে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি পরিবার ও  দলীয় কর্মী-সমর্থকরা। এরপর তার পরিবার ও দলীয় কর্মীরা ঘটনাটি জেলা নেতৃত্বকে জানালে তারা নিখোঁজ বিজেপি কর্মীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়। এরপর ঘটনাটি মারিশদা থানার ওসি অমিত দেব ও কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক কুনাল বর্ণবাস’কে বিষয়টি জানানো হয়।  তবে এই ঘটনার পর দুপুর ১২.৩০  নাগাদ ওই গ্রাম পঞ্চায়েতের তিয়াসী দিঘা এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত ও অচৈনত্য অবস্থায় ওই বিজেপি কর্মীকে  দেখতে পায় স্থানীয়রা। এরপর ঘটনাটি জানাজানি হতেই দলীয় কর্মী ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত এগরা সুপার হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তাকে  মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তবে বিজেপি কর্মী খুনের ঘটনার পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেন এলাকার বিজেপি নেতৃত্বের। তবে এই ঘটনার জেরে এলাকা উত্তপ্ত থাকার কারণে পুলিশী টহল চলছে। পাশাপাশি মোতায়ন করা হয়েছে বিশাল ব়্যাফ।

তবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে কাঁথি সংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “ ২১ শে বিধানসভা নির্বাচনে দলীয় পরাজয়ের হতাশা এখন থেকে তাদের মনে শুরু হয়ে গিয়েছে। তাই  বিজেপির সক্রিয় কর্মী জন্মোঞ্জয় দলাই’কে তুলে নিয়ে নৃংশসভাবে মারধর ও খুন করে  রাস্তা পাশে ফেলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ওই পঞ্চায়েতের তৃণমূল নেতা বিকাশ বেজের নেতৃত্বে  গুণ্ডাবাহিনীরা তাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া এখন পুলিশ-প্রশাসন শাসকদলের আবেদারি করছে। আর তাদের মদতে এই ঘটনা ঘটে চলেছে।

যদিও বিজেপির সমন্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস মামুদ হোসেন বলেন, “ যেকোনো মৃত্যুই দুঃখজনক । তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনো ভাবেই জড়িত নয়। এটা সমাজ বিরোধীদের কাজ। এরাজ‍্যে খুনোখুনি বন্ধ হওয়া উচিত।বিজেপি কর্মীরা নিজেদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করে কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। তাছাড়া পুলিশ প্রশাসন তদন্ত করে আসল দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। লিখিত অভিযোগ দায়ের হলে পুরো ঘটনাটি তদন্ত করে ক্ষতিয়ে দেখা হবে ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

BJP candidate

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.