Home » পটাশপুরে বিজেপির উপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

পটাশপুরে বিজেপির উপর হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

by Biplabi Sabyasachi
0 comments

Elections

আরও পড়ুন ঃশালবনীতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

পত্রিকা প্রতিনিধিঃ বঙ্গে প্রথম দফা ভোটের আগে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও তাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এই ঘটনার জেরে গুরুতর জখম হয় ৭ জন বিজেপি কর্মী বলে জানা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের নৈপুর এলাকায়।

উল্লেখ্য, গতকাল গভীর রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার বিজেপি সমর্থকদের বাড়িতে এসে আচমকাই হামলা চালায়। আর এই ঘটনার জেরে প্রায় ৭ বিজেপি কর্মী আহত হয়। তবে ঘটনাটি স্থানীয় বিজেপি কর্মীদের নজরে এলে তারা আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে নির্বাচন প্রক্রিয়া শুরুর আগে এলাকা শান্ত টহলদারি চালাচ্ছে তারা।

এ বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, নির্বাচন প্রক্রিয়া যতই এগিয়ে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর ততই হামলা চালাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি প্রশাসনকে এই ঘটনা বিষয়টি জানানো হয়েছে । তাছাড়া পটাশপুর এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এমনই বুঝতে পেরে তারা রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে ও তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। তাছাড়া বাংলার মানুষ নির্বাচনে তার যোগ্য জবাব দেবে। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা মামুদ হোসেন বলেন , এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মীযুক্ত নয়। বিজেপি কর্মীরাই নিজেদের মধ্যে গন্ডগোল করে তৃণমূলের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Elections

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.