Home » ভোট মিটতেই উত্তপ্ত কেশপুর, তৃণমূল কর্মীর মৃতদেহ নিয়ে পথ অবরোধ

ভোট মিটতেই উত্তপ্ত কেশপুর, তৃণমূল কর্মীর মৃতদেহ নিয়ে পথ অবরোধ

by Biplabi Sabyasachi
0 comments

Grassroots activists

আরও পড়ুন ঃনয়াগ্রামে হরিণের মাংস, চামড়া ও সিং উদ্ধার , চাঞ্চল‍্য এলাকায়

পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া মিটতেই ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূল কর্মী উত্তম দোলাই এর মৃত্যুর ঘটনার প্রতিবাদে তার মৃতদেহ সঙ্গে নিয়ে রাজ‍্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দলীয় কর্মীরা । তবেএই ঘটনার পর কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি অবরোধ তুলে যানচলাচল স্বাভাবিক করে। তবে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

উল্লেখ্য, বুধবার রাতে কেশপুর ব্লকের দাদপুর গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। তবে ভোটের কাজ শেষ করে উত্তম যখন খাচ্ছিলেন, তখন বাড়ি থেকে তাঁকে বের করে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় উত্তমকে প্রথমে কেশপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয়েছে ৩১ বছরের উত্তমের। ময়নাতদন্তের পর শুক্রবার উত্তমের দেহ পৌঁছয় কেশপুর ব্লকে। দেহ পৌঁছনোর পরেই নতুন করে উত্তেজনা ছড়ায় সেখানে। নেড়াদেউল এলাকায় রাস্তার উপর দেহ রেখে তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে।

এ বিষয়ে তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেছেন, ‘‘ বিজেপিএলাকায় সন্ত্রাস সৃষ্টি করে ভোট করার চেষ্টা চালিয়েছে। দলীয় এক নেতাকে খুন করেছে তারা। পাশাপাশি বুথ এজেন্টকে মারধর করেছে। দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’ তৃণমূলের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিজেপির প্রার্থী প্রীতিশকুমার কুঁয়ার বলেন, ‘‘এই ঘটনায় বিজেপির কোনো কর্মী যুক্ত নয়। যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। ওরা সেই মৃত্যু দেখিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। তাছাড়া তৃণমূলের কর্মীরা এলাকায় সন্ত্রাস করেছে। আমার গাড়িও ভাঙচুর করেছে। নিজেদের অন্তর্কলহে তৃণমূলের কর্মীর মৃত্যু হয়েছে। ’’

অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানান, এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Grassroots activists

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.