Home » Potashpur : পটাশপুরে এক পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণে কাউকে না যেতে ফতোয়া, অন্যথায় জরিমানা, গ্রেফতার ৮

Potashpur : পটাশপুরে এক পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণে কাউকে না যেতে ফতোয়া, অন্যথায় জরিমানা, গ্রেফতার ৮

by Biplabi Sabyasachi
0 comments

Anyone not to go a family event in Potashpur. Otherwise fine

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মহিষাদলের পর খাপ পঞ্চায়েতের ছায়া এবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। পারিবারিক অনুষ্ঠানের বিষয়ে গ্রাম কমিটিকে বিষয়টি না জানানোয় গ্রাম কমিটি থেকে ফতোয়া জারি করা হয়। ফলে অনুষ্ঠানে উপস্থিত হননি এলাকার মানুষজন। তাই অবশেষে রান্না করা খাওয়া নিয়ে স্থানীয় একটি মন্দির ও কমিটির সামনে ধর্ণায় বসেছে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের খড়িকা পাটনা গ্রামে।

আরও পড়ুন:- শিকারির চেয়ে বেশি বনকর্মী ও পুলিশ! মেদিনীপুর সদরে চাঁদড়ার অরণ্যের হৃদয়ে রক্তক্ষরণে পড়ল ছেদ

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীদের পান করতে হচ্ছে পুকুর বা কুঁয়োর ঘোলা জল, বন্ধ মিড ডে মিলের রান্না, ক্ষুব্ধ এলাকাবাসী

জানা গিয়েছে, এই গ্রামের বাসিন্দা তপন বিশাইয়ের বাড়িতে পারিবারিক পুজো উপলক্ষে বুধবার গ্রামের সকল মানুষদের ভোগ খাওয়ার আয়োজন করা হয়। তবে এই ভোগের জন্য গ্রাম কমিটির সদস্যদের ডাকা হয়নি। এর পাশাপাশি কোনও অনুমতি নেওয়া হয়নি। তারপরই গ্রাম কমিটির পক্ষ থেকে ফতোয়া জারি করা হয় যে, এই অনুষ্ঠানে কোনও গ্রামবাসী যাওয়া যাবে না। গ্রাম কমিটির আদেশ অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। এটা শোনার পরই ক্ষিপ্ত হয়ে উঠেন গ্রামবাসী থেকে পরিবারের সদস্যরা। ঘটনার পরিবারের সদস্যরা বিচার চেয়ে প্রতিবাদে নামেন। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী ও বিডিও শঙ্কু বিশ্বাস।

Potashpur

আরও পড়ুন:- মিড ডে মিল রান্নার সময় বিপত্তি, সিলিন্ডারে আগুন লেগে পুড়ল ঘরের একাংশ! পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ঘটনায় চাঞ্চল্য

Advertisement

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বাংলা আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ! ১৫ দিনের মধ্যে টাকা ফেরতের নোটিস প্রশাসনের

এরপর পরিস্থিতি সামাল দিতে ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই এলাকার মোট ৮ জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন, এই ঘটনায় ইতিমধ্যে গ্রাম কমিটির সম্পাদক গোপাল বেরা সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে‌। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। অনুষ্ঠানে এক হাজারের বেশি খাবার নষ্ট হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ অভিযুক্তদের কাঁথি আদালতে পাঠানো হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:- হলদিয়ায় মহিলার গলা কাটা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Potashpur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.