Bombs
আরও পড়ুন ঃ–রাজ্যপাল হতে পারেন শিশির অধিকারী , জল্পনা তুঙ্গে
পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলায় একুশের বিধানসভা নির্বাচনের ভোট পক্রিয়া মিটতেই ফের উত্তপ্ত পটাশপুর ৷ বুধবার পটাশপুর থানার বড়হাট এলাকায় ৮ টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। তবে তাজা বোমা পড়ে থাকতে দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন এলাকায় বাসিন্দারা৷ তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে চাপানউতর। তবে এর আগেও পটাশপুরের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে পটাশপুর ১ নং ব্লকের বড়হাট গ্রামের একটি ঘন জঙ্গলের মধ্যে ৮ টি তাজাবোমা পড়ে থাকতে দেখেন এলাকায় বাসিন্দারা। এরপর ঘটনাটি জানাজানি হতেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারপর তারা বোমাগুলিকে উদ্ধার করে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়। তবে এই ঘটনার কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ এবিষয়ে পটাশপুর থানার ওসি বলেন, বড়হাট গ্রাম থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি৷
ওই ঘটনায় রাজ্যের শাসকদলের দিকে আঙুল তুলেছে বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘ পটাশপুর সহ একাধিক এলাকায় প্রতিদিনই বোমা পাওয়া যাচ্ছে। ওই সমস্ত এলাকায় শাসকদলের মদতেই বোমা মজুত করা হচ্ছে, এটা জলের মতো স্পষ্ট।’’ তাছাড়া এরাজ্যের পুলিশ প্রশাসন আগে স্বাধীনভাবে কাজ করতে পারতো না। তাই বোম-বন্দুক উদ্ধার করতে অক্ষম থাকত। কিন্তু এখন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আসার পরে তারা বোম-বন্দুক করতে সক্ষম হয়েছেন।
তবে বিজেপি-র অভিযোগ উড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার তৃনমূল কংগ্রেস কো-অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, “ ভোট মিটতেই বিজেপি এলাকায় নতুন করে আবারও সন্ত্রাস সৃষ্টি করতে বোমা মজুত করছে। তাছাড়া বোমা-বন্দুক এখন পটাশপুরের কুটির শিল্পে পরিনত হয়েছে। এলাকায় এলাকায় বোমা মজুত রেখে মানুষকে ভয় দেখানো চেষ্টা করেছে ওরা। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombs
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore