The Election
আরও পড়ুন ঃ–ভোট শুরুর পরেই শালবনীতে আক্রান্ত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ
পত্রিকা প্রতিনিধি: দু একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, কয়েকটি জায়গায় ই ভি এম মেশিন খারাপের মধ্যে দিয়ে প্রথম দফার ভোট একপ্রকার নির্বিঘ্নেই শেষ হল। শাসক- বিরোধী দুপক্ষই ভোট নিয়ে তেমন বড় ধরনের কোনও অভিযোগ করেনি বরং ভোট শান্তিতেই হয়েছে বলে খুশি সকলেই। এদিন পশ্চিম মেদিনীপুরের ৬ টি আসনে ভোট হয়েছে। মেদিনীপুর, শালবনী, গড়বেতা, খড়্গপুর, দাঁতন ও কেশিয়াড়ী। জেলায় ভোটের শতাংশের হার ৮০ শতাংশের একটু বেশী। ভোটের হার একটু বেশি থাকায় খুশি শাসক বিরোধী দুপক্ষই এদিন শহরের চার স্কুলের সামনে বিজেপি তৃণমূলের মধ্যে বচসা হয় বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হয় এই অশান্তি খেপে খেপে অনেকবার হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে । মিয়াবাজারের একটি বুথেও ছোট গন্ডগোলের ঘটনা ঘটে ।
তবে এবার যে অশান্তি বা অভিযোগ বুথের বাইরেই সীমাবদ্ধ ছিল । এবার সব বুথেই ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শনিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয় । চলে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত । বহু বুথগুলিতে ছিল কড়া নিরাপত্তা। ভোট গ্রহণের সময় শহরের বুথ বু থ ঘুরে দেখতে পাওয়া গিয়েছে, ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন । বিভিন্ন ঘটনা ছাড়া এদিন মোটামুটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন সম্পন্ন হয়েছে । পূর্ব মেদিনীপুর জেলায় যে সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে সেগুলোতে গড় ভোট পড়েছে ৮২ শতাংশের বেশি । আবার ঝাড়গ্রাম জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে মোট ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
The Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore