Home » দুই মেদিনীপুর জেলা থেকে এবার ৪ জন মন্ত্রী ? জল্পনা তুঙ্গে

দুই মেদিনীপুর জেলা থেকে এবার ৪ জন মন্ত্রী ? জল্পনা তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

Minister post

আরও পড়ুন ঃ-খড়্গপুরে ফের চলল গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচল জমি ব্যবসায়ী

পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনে ফলাফলের পর এবার সম্ভবত মন্ত্রীত্ব পেতে চলেছে দুই মেদিনীপুরের চারজন নবনির্বাচিত বিধায়ক। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূলে দলে থাকাকালীন দুই মেদিনীপুর অধিকারী গড় হিসেবে পরিচিত ছিল। তবে শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরেও ওই দুই জেলায় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভাল ফল হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস আসন পেয়েছে কোনটির মধ্যে ১৫ টির ১৩ টি, অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ টির মধ্যে আসন পেয়ে ৯ টি। তাই শুভেন্দুহীন দুই মেদিনাপুর জেলা’কে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি গুরুত্ব দিতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার থেকে সম্ভবত দুজন মন্ত্রী হতে পারেন। এমতাবস্থায় মন্ত্রী দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র ও অখিল গিরি। সৌমেন মহাপাত্র পরপর দুবার মন্ত্রী হয়েছেন । প্রথমে তমলুক থেকে এবং পারে তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থেকে জয়লাভ করে বিধায়ক হন‌ এবার তিনি পুনরায় তমলুক কেন্দ্র থেকেই জয়লাভ করেন। তাই তাকে এবার মন্ত্রী সভায় দেখার সম্ভাবনা প্রবল । এছাড়া রামনগরের বিধায়ক অখিল গিরি প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে রয়েছেন, অধিকারী পরিবারের চরম বিরোধী। তবে বর্ষীয়ান বিধায়ক অখিল গিরিকে এবারের নির্বাচনে জেলায় বিশেষ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তাছাড়া তিনি ২১ শে নির্বাচনে তৃণমূলের টিকিটে রামনগর থেকে পুনরায় জয়লাভ করেছেন। তাই অখিলবাবুর মন্ত্রী সভায় যাওয়ার সম্ভাবনা প্রবল বলে ধারণা রাজনৈতিক মহলের।

অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার দুজন মন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর। এবার পশ্চিম থেকে মন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন বিধায়ক মানস ভুঁইয়া। বিধানসভায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল তৃণমূলের। এরপর মমতার প্রথম মন্ত্রীসভায় এক বছর সেচ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে তিনি তৃণমূলের টিকিটে সবং কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তাই তার মন্ত্রী হওয়ার সম্ভাবনাও প্রবল। তাছাড়া পাশ্ববর্তী বিধানসভা কেন্দ্র ডেবরায় এবার লড়াই দেখা দুই প্রাক্তন আইপিএস অফিসারের। ঘাসফুল শিবিরে হুমায়ুন কবির ও পদ্মশিবিরে ভারতী ঘোষ। তবে ভোটবক্সে ভোট বেশি পেয়ে ভারতী ঘোষ’কে পরাস্ত করে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। তবে ভোটের কয়েকমাস আগে নিজের চাকরি ছেড়ে দিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তবে তৃণমূল দলে আসার আগে সারা রাজ্য সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে প্রবল । তাই হুমায়ুন কবিরকে দল মন্ত্রী করতে পারে বলে সূত্রে খবর। তাহলে কি সত্যিই দুই মেদিনাপুর থেকে ৪ জষ মন্ত্রীসভায় ঠাঁই পেতে চলেছে এনারা ? এছাড়া ঝাড়গ্রাম জেলার চারটি কেন্দ্রে তৃণমূল জয়লাভ করেছিল। ঝাড়্গ্রাম জেলা থেকে আপাতত একজন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে খবর। যদিও মন্ত্রিসভার ঘোষণা না হওয়া পর্যন্ত সঠিক কোন বার্তা কেউই দিতে পারছে না।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Minister post

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.