Home » লকডাউন ভেঙেই মিছিল, অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব

লকডাউন ভেঙেই মিছিল, অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: রাজ্য সরকারের সেপ্টেম্বর মাসের প্রথম লকডাউন ভেঙেই মিছিল তৃণমূলের। সোমবার বিকেলে খড়্গপুর ব্লকের পপরআড়া ২ গ্রাম পঞ্চায়েতে কোনোরকম সামাজিক দূরত্ব ছাড়াই মিছিল শাসকদল। জানা যায় ওই গ্রাম পঞ্চায়েতের শ্যামচকে মুখে মাস্ক না নিয়েই কোনো রকম সামাজিক দূরত্ব ছাড়াই মাইক নিয়ে দলের পতাকা হাতে মিছিল করল তৃনমূল। শ্যামচকে বিজেপির বিরুদ্ধে দুর্নিতীর অভিযোগে বুধবার পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়ার কথা তৃণমূলের। তার প্রচারেই এ দিনের মিছিল বের করা হয়ে বলে জানা গিয়েছে ।এই ঘটনায় বিজেপির খড়্গপুর ২ উত্তর মণ্ডল সভাপতি গৌতম ব্যানার্জি জানান, ‘ লকডাউন ভেঙে অবাধে মিছিল করল তৃণমূল।তৃণমূলও জানে মুখ্যমন্ত্রী অকারণে এই লক ডাউন করেছেন ।”তৃণমূল খড়্গপুর ২ ব্লকের সভাপতি তৃষিত মাইতি জানান, ” লকডাউনে মিছিল হচ্ছে জানার পরেই বন্ধ করার অনুরোধ জানাই।” তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির বাড়ি খড়্গপুর দুই ব্লকেই। তিনি বলেন, ‘ যদি দলের কেউ অতি উৎসাহী হয়ে এমন মিছিল করে থাকে তা ঠিক করেননি । তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।” TMC Rally , TMC Rally, kharagpur news, kharagpur bengali news, latest bengali news, medinipur news

আরও পড়ুন- কলকাতার বেসরকারী হাসপাতালে মৃত্যু হল ঝাড়গ্রামের শীর্ষ স্থানীয় আধিকারিকের (ডেপুটি সি.এম.ও.এইচ-২)

লকডাউন ভেঙেই মিছিল, ছবি- অরিজিত দাস

অপরদিকে লক্ষ লক্ষ টাকার দূর্ণীতির অভিযোগে মেদিনীপুরে পোস্টার পড় তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চলের যুব সভাপতির নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই পুরনো কর্মীরা। সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা একটি খোলা চিঠিও ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতয়ালি থানার অন্তর্গত পাঁচখুরি ৬/১ অঞ্চলে।

স্থানীয়েরা জানাচ্ছেন, পোস্টারের মাধ্যমে আমফান থেকে শুরু করে রেশনের চাল, বিপিএল কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইত্যাদি সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি করার অভিযোগ তোলা হয়েছে পঞ্চায়েত প্রধান সুমিতা ফৌজদার, পঞ্চায়েত সদস্য সুনিতা মহাপাত্র, ৩৫ নম্বর বুথের জব সুপার সঞ্জয় মহাপাত্র, পাঁচখুরি ৬/১ অঞ্চলের যুব সভাপতি মলয় আড়ি-সহ ১০ জন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলকে কলঙ্কিত করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.