Bombing targeted the BJP
আরও পড়ুন ঃ-প্রাক্তণ তৃণমূলী, অধুনা সিপিএম নেতা মামুদ হোসেন তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক অধিকারী পরিবারের বিরুদ্ধে
শুভম সিং : ২১ শে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে শাসক ও বিরোধী দু’ই শিবিরে।রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি।আর এই পরিস্থিতিতে ফের বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনায় ফের উত্তেজনা খেজুরীতে। রবিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের খেজুরী ২ ব্লকের বারাতলা এলাকায়।.
জানা গিয়েছে, গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা খেজুরীর বারাতলা গ্রামে হাজির হয়।এরপর ওই এলাকার বিজেপি সমর্থক শিবু মাইতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে পাশাপাশি বাড়িতে থাকা মোটরবাইক ভাঙচুর করে বলে অভিযোগ।
এ বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,হার্মাদের এলাকা আর নেই শুধু বারাতলা এলাকাটাই রয়েছে।তাই ওই এলাকায় গতকাল গভীর রাতে বেশ কয়েকজন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বিজেপি সমর্থকের বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপ করে ও মোটরবাইক ভাঙচুর করে।আর এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তার বাড়িঘর।তবে খেজুরী এলাকায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও হামলার ঘটনা এই প্রথম নয়।এর আগে আমাদের বহি বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি ও হামলা হয়েছে।
তবে এই ঘটনায় তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়।পুরো ঘটনাটি ভিত্তিহীন।তবে এটা বিজেপির নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপি কর্মীরা প্রচারে আসার জন্য নিজেরাই এইসব করে মিথ্যে অভিযোগ করছে।তাছাড়া বিজেপির লোকেরাই এলাকায় বোমাবাজি, বাড়ি ভাঙচুরের মতো কাণ্ড করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে করছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bombing targeted the BJP
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore