পত্রিকা প্রতিনিধি: নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষ ততই বেড়ে চলেছে গত কয়েক মাস আগে সবং থানার কেরুর গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ । অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কয়েক মাস কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল সবংয়ের কেরুর গ্রাম জানা গিয়েছে রবিবার মধ্যরাতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাতভর চলতে থাকে সংঘর্ষ ব্যাপক বোমাবাজিও চলে। অভিযোগ সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এক কর্মীকে মারধর করা হয় ।
বিজেপির মণ্ডল সভাপতি উত্তম সম্বন্ধে জানিয়েছেন, মুক্তিপদ খাঁড়া একজন স্থানীয় কাপড় ব্যবসায়ী । বাজারে তার কাপড়ের দোকান রয়েছে। তিনি এদিন যখন দোকানে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তখন জোর করে তৃণমূলের লোকেরা তাঁর পথ আটকায় । মুক্তিপদ বাবু প্রাণভয়ে দৌড়ে বিজয় সিটের বাড়িতে আশ্রয় নিলে তাকে জোরপূর্বক টেনে নিয়ে এসে মারধর করা হয় তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় ।
অপরদিকে ওই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল নেতা সন্দীপ খাটুয়ার অভিযোগ, নিত্যদিনের মতোই কেরুর বাজারে তৃণমূলের পার্টি অফিসে বেশ কয়েকজন কর্মী সমর্থক বসেছিলেন । মুক্তিপদ খাড়া ও বিজয় সিট সহ আরও চারজন হঠাত্ করে এতে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি করতে শুরু করে আচমকা বোমার শব্দে তৃণমূল কর্মীরা আতঙ্কে পার্টি অফিসের পেছন দিকে ছুটে পালিয়ে যান । এরপরই বিজেপি কর্মীরা পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে । এভাবেই দু পক্ষই একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ এনেছে । এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশের তৎপরতায় মুক্তিপদ বাবুকে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে দু পক্ষের তরফে সোমবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ হয়নি এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা ।