পত্রিকা প্রতিনিধি: ফের উত্তপ্ত নারায়ণগড়ের আহারমুন্ডা গ্রাম। বুধবার রাতে বিজেপি তৃণমূল সংঘর্ষে ফের উত্তাল নারায়ণগড়ের ৭ নং কাশিপুর গ্রাম পঞ্চায়েতের আহারমুন্ডা।তৃণমূলের মিছিলের পর তৃণমূল সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ বিজেপির দিকে।বাড়ির মহিলাদের মারধর,সম্মানহানীর চেষ্টার অভিযোগও বিজেপির দিকে।অভিযোগ অস্বীকার বিরোধী দল বিজেপির।পাল্টা অভিযোগ তুলেছে বিজেপিও। তৃণমূলের মিছিল শেষে বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ শাসক দলের দিকে।ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাড়িতেও।বাড়ি ভাঙচুর করা হয় বিজেপির বুথ সহ সভাপতির বাড়িতেও।বিজেপির বুথ সহ-সভাপতি মনোজ সিং জানিয়েছেন-“বিজেপি করার কারণে,তৃণমূলের মিছিল শেষ করে বাড়িঘরে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত বেশ কয়েক জন দুষ্কৃতী।মারধরের চেষ্টা করা হয় বিজেপি সমর্থকদের বাড়ির মহিলাদের।”তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পাল্টা অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব।মারধর করা হয়েছে তৃণমূল সমর্থকদেরও।প্রহৃত তৃণমূল সমর্থক শ্যমলী মালি,রিঙ্কু বর্মন রা জানিয়েছেন-“বুধবার রাতে খাওয়ার সময় বিজেপির বেশ কয়েকজন লাঠিসোটা হাতে চড়াও হয় বাড়িতে।পরে বাড়ি ছেলেদের না পেয়ে মারধর করে বাড়ির মহিলাদের।জামা কাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করে।”প্রসঙ্গত আম্ফান ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের আর্থিক বিলিবণ্টন এর দুর্নীতির কারণে বিজেপি এক প্রতিবাদ দেখায়।তারপরই বুধবার বিকেলে তার পাল্টা মিছিল করে শাসকদল।সেখান থেকে সূত্রপাত গন্ডগোলের।বিজেপি নেতা ভুপেন সিং বলেন-“পুলিশের উপস্থিতি তে এই ঘটনা ঘটিয়েছে।পুলিশ সেখানে নিরব দর্শকের ভূমিকা নিয়েছে।”ঘটনার পর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।এলাকায় উত্তেজনা।
0
previous post