Road Accident
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পূর্ব মেদিনীপুর এর হেঁড়িয়ার একটি কলেজ থেকে M. Ed এর ফাইনাল সার্টিফিকেট নিয়ে ফেরার সময় তমলুক থানার নিমতৌড়ি তে 41 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হলো কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস এর। আহত স্বামী ও মেয়ে। জানা গেছে নিমতৌড়ি তে একটি তেল ট্যাঙ্কার ব্রেক ডাউন হয়। ওনাদের গাড়িটি স্লো করে দাঁড়ালে পেছন দিন থেকে তেল ট্যাঙ্কারটি দ্রুত গতিতে এসে ওনাদের গাড়িটির পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় চারচাকাটি।
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে কৃষিজমিতে হাতির হানা, আগের থেকে ক্ষতি কমেছে মেদিনীপুর বনবিভাগে
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের মাইক্রো কনটেইনমেন্ট জোনগুলিতে লাগানো হলো ব্যানার, খড়্গপুরে বৈঠকে জেলা স্বাস্থ্য আধিকারিক
স্থানীয়দের তৎপরতায় স্বামী ও মেয়েকে উদ্ধার করা হয়। তমলুক থানার পুলিশ গিয়ে কাউন্সিলর কে উদ্ধার করে। সবাইকে দ্রুততার সাথে তমলুক জেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তিস্তা বিশ্বাস কে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অবস্থায় তিস্তা বিশ্বাস এর মেয়ে অবনিকা বিশ্বাস ও স্বামী গৌরব বিশ্বাস তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওনাদের কে তমলুক জেলা হাসপাতাল থেকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল (Apollo Hospital) তে স্থানান্তরিত করা হলো ।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের একাধিক স্কুল এখনও জলের তলায়, চরম সমস্যায় বানভাসি মানুষ
আরও পড়ুন:- নয়াগ্রামে জমিতে হাতি তাড়ানোর বৈদ্যুতিক তার লেগে যুবকের মৃত্যু
তিস্তার স্বামী গৌরব জানান, ‘‘হেঁড়িয়ার কলেজ থেকে তিস্তার এমএড (M. Ed)-এর শংসাপত্র নিয়ে ফিরছিলাম। নিমতৌড়ির কাছে একটি তেল ট্যাঙ্কার ব্রেকডাউন হয়ে পড়েছিল। আমরা বুঝতে পারিনি। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়তেই তাতে পিছন থেকে একটি তেলের ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে।’’ তবে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাছাড়া গোটা ঘটনাটি নিয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তমলুক জেলা বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, নেত্রী হিসেবে গেরুয়া শিবিরে যথেষ্টই নামডাক রয়েছে তিস্তার। ভবানীপুরে উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপি-র প্রার্থী হিসেবে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নাম ঘোষণা হওয়ার আগে তিস্তার নাম নিয়েও চর্চা হয়েছিল দলের অন্দরে।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের এক বেসরকারি নার্সিংহোমে ক্যানসার আক্রান্ত যুবকের বিরল অপারেশন চিকিৎসকদলের
আরও পড়ুন:- দিঘায় মৎস্যজীবীদের জালে কোটি টাকার মাছ! ভিড় উৎসুক পর্যটকদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: A tragic road accident took place on National Highway No. 41 at Nimtauri in Tamluk Police Station while returning from a college in Henia, East Midnapore with M.Ed’s final certificate. The deceased has been identified as Tista Biswas Das, BJP councilor of Kolkata’s Ward 86. Injured husband and daughter. It is learned that an oil tanker broke down at Nimtauri. When their car slowed down, an oil tanker came at high speed from behind and hit the back of their car. The four-wheeler twisted at the scene.
After that, the husband and daughter were rescued by the locals. Tamluk police went and rescued the coordinator. When everyone was rushed to the Tamluk District Hospital, the doctor declared Tista Biswas was dead. Tista Biswas’ daughter Abanika Biswas and husband Gaurab Biswas were initially treated at Tamluk District Hospital. Later, when their condition deteriorated, they were shifted from Tamluk District Hospital to Apollo Hospital in Kolkata.
Tista’s husband Gaurab said, “I was returning from Henria College with a certificate for Teesta M.Ed. An oil tanker broke down near Nimtauri. We did not understand. As soon as our car came to a stop, an oil tanker hit it from behind. ” Moreover, the Tamluk district BJP leadership has demanded a proper investigation into the whole incident. Incidentally, Tista has enough reputation in the Gerua camp as a leader. Before the announcement of Priyanka Tibrewal as the BJP’s candidate against Chief Minister Mamata Banerjee in the Bhabanipur by-election, the name Tista was also used within the party.