ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এই প্রথম সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে। শহরের গান্ধীঘাট এলাকায় এমনই ৩০ টি স্টল করা হয়েছে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে। যেখানে লাইসেন্স প্রাপ্ত দোকানদাররাই স্টল দিতে পারবেন। উল্লেখ্য, এবছর জেলায় সবুজ বাজির দোকানের ১৩০ টি লাইসেন্স দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এতদিন ধরে লুকিয়ে তারা ব্যবসা করতেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এবার লাইসেন্স পাওয়ায় কার্যত খুশি ওই ব্যবসায়ীরা। তার থেকে আরও একধাপ এগিয়ে মেদিনীপুর পৌরসভা কালীপুজোর আগে সবুজ বাজি বিক্রির স্টলের আয়োজন করল শহরের কংসাবতী নদী তীরবর্তী গান্ধীঘাট এলাকায়। তবে শব্দবাজি বিক্রি না করার ব্যাপারে কড়া নির্দেশিকা পৌরসভার। সমস্ত স্টলেই রঙিন আতশবাজি ও পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি করা হবে বলেই নির্দেশিকা রয়েছে।
Green Firecrackers
আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার
কালীপুজো সহ উৎসবের মরশুমে বাচ্চা থেকে বড়রা আতশবাজির রঙিন খেলায় মেতে ওঠেন। এই ক’টা দিন ভালো ব্যবসার সম্মুখীন হন বাজি ব্যবসায়ীরা। ফুলঝুরি, চরকি, হাওয়াই, তুবড়ি, রংমশাল-সহ বিভিন্ন আতশবাজি নিয়ে হাজির থাকবেন ব্যবসায়ীরা। পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, শুক্রবার থেকে ওই স্টলগুলি খোলা হবে। শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত সবুজ বাজির ব্যবসায়ীরা এই স্টলে দোকান দেবেন।
আরও পড়ুন : দক্ষিণ পূর্ব রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনে প্রথম মহিলা চালক দীপান্বিতা
আরও পড়ুন : হাতি তাড়াতে গিয়ে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হুলা টিমের সদস্যের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Green Firecrackers
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper