Home » খড়গপুরে বিজেপি প্রার্থী প্রচারে শাহের রোড শোয়ে জনপ্লাবন

খড়গপুরে বিজেপি প্রার্থী প্রচারে শাহের রোড শোয়ে জনপ্লাবন

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন নির্বাচনের আগেই খড়গপুরে রোড শো করতে শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সন্ধ্যায় খড়গপুরের মালঞ্চ থেকে পেট্রল পাম্প পর্যন্ত শাহের রোড শোয়ে সঙ্গী ছিলেন বিজেপি প্রার্থী হিরণ, স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ ও দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।


এদিন প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় রোড শো করেন শাহ। শাহের রোডশোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুধারে ও বারান্দায় শাহকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। এদিন দিল্লি থেকে কলাইকুন্ডায় পৌঁছতে দেরি হওয়ায় প্রায় দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় রোড শো। তাতে বিজেপিকর্মীদের উৎসাহে ভাটা পড়েনি।  এদিনের রোড শো শেষে খড়গপুরের মানুষকে হিরণকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন শাহ। বলেন, বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবে। 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই অমিত শাহের নামখানার সভা থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন হিরণ। যদিও প্রার্থী তালিকায় তাঁর নাম থাকবে, এমন কোনও নিশ্চিয়তাই ছিল না। প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেও খড়গপুর সদর এবং বড়জোড়ায় কোন প্রার্থীর নাম ঘোষণা করছিল না বিজেপি। সেই সময় থেকেই নতুন করে জল্পনা শুরু হয়, হয়ত এই কেন্দ্রে এবার ভোটে দাঁড়াতে পারেন দিলীপ ঘোষ । তা নিয়ে দলের তরফে কোনও মন্তব্য না করা হলেও দিলীপ ঘোষের ট্র্যাক রেকর্ড এবং ইমেজই প্রার্থী হিসেবে যেন তার নামটা চাউর করে দিয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। যে দিলীপের মুখ্যমন্ত্রী মুখ হওয়া নিয়ে একসময় জোর জল্পনা ছিল, সেই তাঁকেই প্রার্থীই করেনি বিজেপি। আর সেই জল্পনা থেকে প্রায় বাদ চলে গিয়েছে দিলীপের নাম। ফলে দলের ক্ষোভ মেটাতেই খড়গপুরে স্বয়ং অমিত শাহের রোড শো কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে। একইসঙ্গে বিধানসভা উপনির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূলের জয়ও মাথায় রাখছেন বিজেপি নেতৃত্ব।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.