পত্রিকা প্রতিনিধি: করোনা আবহের মধ্যেই রেলশহরে চুরি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি, তাও আবার খোদ রেল দফতরের উচ্চপদস্থ আধিকারিকের আবাসন থেকে। ঘটনাটি ঘটেছে খড়গপুরের সাউথ সাইডে শেরসা স্টেডিয়ামের ঠিক উল্টোদিকে (রেল বাংলো নং-৫৪৮)। জানা যায় গত ১১ জুলাই রাতে চুরির ঘটনা ঘটে খোদ রেলের প্রাক্তন সিনিয়ার ডিভিশনাল অপারেটিং ম্যানেজারের আবাসনে। কিছুদিন আগেই কর্মসূত্রে গার্ডেনরিচে বদলি হওয়ার কারণে তিনি পরিবারের সাথে খড়্গপুরের আবাসন ছেড়েছিলেন। কিন্তু সময় কম থাকার কারণে তিনি সমস্ত জিনিস নিয়ে যেতে পারেননি। এমতাবস্থায় ওই আধিকারিক তাঁর আবাসন দেখভাল করার জন্য এক রেলের কর্মচারীকে দিয়ে যান।কিন্তু ওই কর্মচারীর অবর্তমানে আবাসনে চুরির ঘটনা ঘটে। চুরির খবর জানা জানি হতেই ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাজা মুখার্জী ও রেল পুলিশের শীর্ষ আধিকারিকেরা। দিনভর তদন্তের পরে আনা হয় স্নিফার ডগ। স্নিফার ডগের তৎপরতায় আবাসন সংলগ্ন নারায়ন মন্দির পার্শ্ববর্তী এলাকা থেকে আটক করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে । পুলিশ ওই রেল কর্মচারী ও সন্দেহভাজন ব্যক্তি সমেত ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ জানান, ‘কি কি জিনিস চুরি হয়েছে, তার তালিকা তৈরি করা চলছে। আজকে সকালে তদন্তে নামতে পারেন ফরেন্সিক দল।’
0
previous post