Home » কোলাঘাটে কংক্রিট পুলের দাবীতে ভোট বয়কটের ডাক দিলো গ্রামবাসীরা

কোলাঘাটে কংক্রিট পুলের দাবীতে ভোট বয়কটের ডাক দিলো গ্রামবাসীরা

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ সমনেই ২১ শে বিধানসভা নির্বাচন। আর তার আগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কাজিচক – খন্যাডিহি সংযোগকারী কংক্রিট পুলের দাবীতে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। এদিন কাজীচক গ্রামের একাধিক মানুষজন শনিবার সকালে পাকাপুলের দাবীতে বিক্ষোভে সামিল হয়। গ্রামবাসীদের দাবী, ২০১৮ সাল থেকে এই পুলটিজরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে গ্রামের মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে আসতে পারে না। ফলে ডাক্তারের চিকিৎসার অভাবে গ্রামে মৃত্যু হয় রোগীদের। এই পুলের উপর দিয়েই স্কুলের বাচ্চা , গ্রামবাসীরা হাটে যায়।

ফলে অনেকে আবার ওই পুলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছেন। যার কারনে গ্রামবাসীরা নিজেদের পয়সায় অস্থায়ী বাঁশের সাঁকো তৈরী করে যাতায়াত করেন। কিন্তু এভাবে আর কতদিন চলবে গ্রামের মানুষ আর কতদিন নিজেদের পয়সায় এইভাবে বারবার পুলটির সংস্কার করবেন। তাই গ্রামবাসীরা ঠিক করেছে যতক্ষণ না পর্যন্ত তাদের এই জরাজীর্ণ পুলটিকে নতুন করে পাকাপুল করে দেওয়া হয় ততক্ষণ আমরা ভোট বয়কট করব।

তবে প্রতিবারে ভোট এলে নেতাদের প্রতিশ্রুতি ছাড়া আর কোনো সুরাহা মিলেনি। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল কাজিচক – খন্যাডিহি কাঠের পুল সংযোগকারী গ্রামবাসীরা। তবে কংক্রিটের পুল না হলে ভোট থেকে বিরত থাকবেন বলে হুশিয়ারী দুই গ্রামের মানুষদের।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.