Home » আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড জয়ীদের সংখ্যা, গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুরে আক্রান্ত১৬৮৬ ,সু্স্থ ১৬৩০ জন

আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড জয়ীদের সংখ্যা, গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুরে আক্রান্ত১৬৮৬ ,সু্স্থ ১৬৩০ জন

by Biplabi Sabyasachi
0 comments

Covid recover

আরও পড়ুন ঃ-পরিবারের সদস্য করোনায় আক্রান্ত, গৃহকর্তা বাইরে বেরোতে গেলে গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতি, জখম ৩

পত্রিকা প্রতিনিধিঃ গত বছরের করোনার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি দেশবাসী। তার ওপর আবার দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে গোটা দেশে প্রতিদিনই সংক্রমণের পরিমান বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বৃহত্তম টিকাকরণ অভিযান সম্পন্ন করে দেখিয়েছে ঠিকই, কিন্তু তাতেও ভাইরাসের দৌরাত্ম্য প্রতিহত করা সম্ভব হচ্ছে না।

এ হেন পরিস্থিতিতে এরাজ‍্যের দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৫৯  জন। এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ‍্যা ৮৬৪ , পূর্ব মেদিনীপুর জেলায় আক্রান্তের সংখ‍্যা ৮২২ ও ঝাড়গ্রামে ১৭৩ জন । ইতিমধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ১৬৩০ জন । তবে ইতিমধ্যে পূর্ব – পশ্চিম মেদিনীপুরে ফের ৪ জনের মৃত্যু হয়েছে বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যে রাজ্যে ভ্যাকসিন সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন রাজ্যে কম।এই পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়েই চিন্তায় রাজ্যের স্বাস্থ্য কর্তারা।

একদিকে শহর জুড়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন সাধার মানুষ। করোনা টিকার দ্বিতীয় ডোজের জন্য হাহাকার, মিলছেনা বেড, অক্সিজেন। শহরের বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্য়কেন্দ্রগুলিতে লম্বা লাইন। অভিযোগ, অনেকক্ষেত্রে রাত থেকে লাইন দিয়েও মিলছে না টিকা। দিনের পর দিন হতাশ হয়ে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। 

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Covid recover

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.