পত্রিকা প্রতিনিধিঃ দীর্ঘ জল্পনার মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারী ও সাংসদ তথা সেজো ভাই দিব্যেন্দু অধিকারী।
উল্লেখ্য, ওই পরিবারের মেজো ছেলে শুভেন্দু অধিকারী এখন ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী। তবে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন। কিন্তু সেভাবে শিশির অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, প্রচারে বা দলের সমর্থনে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অনেকদিন ধরেই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই একাংশ এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলতে শুরু করেছেন। তবে এই পরিস্থিতিতে দুজনেই রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে মুখ খোলেন কাথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। উনি আহত হয়েছেন শুনে ভীষণ খারাপ লাগছে। মুখ্যমন্ত্রী যখন বলছেন কোনও ষড়যন্ত্র হয়েছে, তবে তার সঠিক তদন্ত হওয়া উচিত এবং অভিযুক্তদের চিহ্নিত করে তাঁদের কঠোর শাস্তি দেওয়া উচিত।’’ অন্যদিকে তমলুকের সাংসদ, শুভেন্দুর ছোট ভাই দিব্যেন্দু বলেন, ‘‘উনি (মমতা) আমার নেত্রী। এই ঘটনায় আমি উদ্বিগ্ন। অবিলম্বে ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন। দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া প্রয়োজন।’’ তবে এরাজ্যের মুখ্যমন্ত্রীর জেট ক্যাটাগরির নিরপত্তা থাকা সত্বেও কি করে হামলা হল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তাঁরা৷