Home » বহিরাগতদের নায়ক বসে আছে খড়গপুরে , অমিত শাহ’কে কটাক্ষ অভিষেকের

বহিরাগতদের নায়ক বসে আছে খড়গপুরে , অমিত শাহ’কে কটাক্ষ অভিষেকের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ নির্বাচনের প্রক্কালে দলীয় প্রার্থীদের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন, চন্দ্রকোনায় জনসভা ও মেদিনীপুরে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো সোমবার দাঁতন বিধানসভার তৃণমূলের প্রার্থী বিক্রম প্রধান এর সমর্থনে মোহনপুরের নীলদা এলাকায় জনসভা করেন তিনি। তিনি বলেন, ভোটের মুখে কেন্দ্রের বিজেপি নেতারা রাজ্যে আসছেন, কিন্তু সেখানে মানুষের ভিড় হচ্ছে না। আগামী ২ মে তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে। তাছাড়া ‘একজন মহিলার ওপর আঘাত হানতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে।

বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা। জোর করে যেমন মধ্যপ্রদেশ, বিহার দখল করেছে সেরকম চেষ্টা বাংলাতেও।’ দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে। ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন।’ ‘ তাছাড়া মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি। ১০ দিনের মধ্যে গদ্দারদের মুখ দিয়ে জয় সিয়ারাম বলিয়ে ছাড়িয়েছি।’ তিনি আরও বলেন, ‘গরুর দুধ থেকে সোনা বার করবে দিলীপ, আর সেই সোনা দিয়ে সোনার বাংলা বানাবে অমিত শাহ। সোনার মহারাষ্ট্র, সোনার উত্তরপ্রদেশ, সোনার ঝাড়খন্ড হয়নি কেন ?’ ভাঙা পায়েই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনও উঠেপড়ে লেগেছে। কী করে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা যায়। সেই চেষ্টা চলছে।

‘মানুষ যাঁর সঙ্গে থাকে, সেই শেষ কথা বলে। বাংলা নিজের মেয়েকেই চায়।’ বহিরাগতদের নায়ক বসে আছে খড়গপুরে । জোরে আওয়াজ তুলুন সকলে আওয়াজ যেন খড়গপুর পযর্ন্ত যায়, আর মাটি যেন কাঁপে । আমদাবাদে মোদি নিজের নামে স্টেডিয়াম করছে।’ আর এরা যদি আগামী দিনে বাংলায় আসে তাহলে বিদ্যাসাগর সেতু হয়ে যাবে মোদী সেতু, আর মেদিনীপুরের নাম বদলে হয়ে যাবে মোদীনিপুর। আর আপনারা যদি তা না চান তাহলে বাংলার মেয়ে কে ২১ শে নির্বাচনে জেতান।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.