Hanging Body
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: থানার পুলিশ কোয়াটারের ভিতর এক সাব ইন্সপেক্টরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে কেশপুর থানার কোয়াটারে। মৃত ওই পুলিশকর্মীর নাম সঞ্জয় চৌধুরী (৪৭)। সঞ্জয় বাবুর বাড়ি মেদিনীপুর শহরের কুইকোটায়। সন্তানদের নিয়ে সঞ্জয়ের স্ত্রী থাকতেন বিষ্ণুপুরে।
আরও পড়ুন:- শিক্ষক দিবসে শ্রদ্ধা জানাতে পশ্চিম মেদিনীপুরে শিক্ষকদের ‘দুয়ারে’ তৃণমূলের যুবরা, লক্ষ্য সাংগঠনিক বিস্তার!
শুক্রবার রাতে সহকর্মীরা ওই পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে উদ্ধার করে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, রাতে সহকর্মীদের সঙ্গে খাওয়া-দাওয়া করে কোয়াটারে ঘুমিয়ে ছিলেন। সহকর্মীরা ঘুমিয়ে থাকার সময় সকলের অলক্ষ্যে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিষয়টি আত্মহত্যা। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:- পুজোর বাজেটে কাটছাঁট, মাথায় হাত মেদিনীপুরের মৃৎশিল্পীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Hanging Body
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Hanging Body
Web Desk, Biplabi Sabyasachi online paper: The body of a sub-inspector was found hanging inside the police quarters at Keshpur in West Midnapore. The incident took place late Friday night at Keshpur police station quarters. The deceased was identified as Sanjay Chowdhury, 48. Sanjay Babu’s home is in Quikota, Midnapore. Sanjay’s wife lived in Bishnupur with her children.
On Friday night, the colleagues found the hanging body of the policeman and rescued him and took him to Keshpur Rural Hospital, where doctors declared him dead. It is know that he was sleeping in the quarters after eating and drinking with his colleagues at night. This happens unnoticed by everyone while colleagues are asleep. Initially the police speculated the matter was suicide. However, the police have started investigating the incident.