Home » Midnapore : উড়ছে ধুলো, জল দিয়ে মেদিনীপুর শহরের রাস্তা ধোয়া শুরু

Midnapore : উড়ছে ধুলো, জল দিয়ে মেদিনীপুর শহরের রাস্তা ধোয়া শুরু

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে শুরু হল রাস্তা ধোয়ার কাজ। প্রতি সপ্তাহের রবিবার এই কাজ চলবে। উল্লেখ্য এক সপ্তাহ আগে একটি রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমলাদের ‘বকুনি’ দিয়েছিলেন রাস্তাগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে। বড় বড় শহর তল্লাটের প্রধান রাস্তাগুলিতে জমে যাওয়া ধুলোর কারণে পরিবেশ দূষণ বিষয়ে সতর্ক করেছিলেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Midnapore
নিজস্ব চিত্র

এরপরই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নোটিফিকেশন। রাজ্যের অন্যান্য শহরগুলির সাথে মেদিনীপুর শহরেও রবিবার সকাল থেকে শুরু হল রাস্তা ধুয়ে পরিষ্কার করা। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বহু শহুরে রাস্তায় প্রচুর পরিমাণে ধুলো জমে গিয়েছে। মানুষের শ্বাস-প্রশ্বাসে তো বটেই, দুর্ঘটনাও বাড়তে পারে। আমি না বললে বোধহয় এই রাস্তাগুলো জল দিয়ে ধোয়ানো হবে না!” রাজ্যের আমলাদের এই কথায় টনক নড়ে। সম্প্রতি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে রাজ্যের বড় বড় শহরগুলিতে রাস্তাকে জল দিয়ে পরিষ্কার করার নির্দেশিকা জারি হয়।

আরও পড়ুন : মায়ের কোলে ‘অরণ্য’-কে ফিরিয়ে দেওয়ার দাবিতে মেদিনীপুর সদরে পথ অবরোধ-বিক্ষোভ

Midnapore

কলকাতার বিভিন্ন এলাকা, হলদিয়া, আসানসোল, শিলিগুড়ি সহ সর্বত্র এই নোটিফিকেশন জারি হয়। নোটিফিকেশন এসে পৌঁছায় মেদিনীপুর পৌরসভাতেও। রবিবার সকাল থেকে প্রায় সাতটি জল ট্যাংকার দিয়ে মেদিনীপুর শহরের রিংরোড ধোয়ার কাজ শুরু করে দেয় পৌরসভার আধিকারিকরা। পৌরসভার জনসাস্থ্য আধিকারিক শৈবাল গিরি বলেন, “নির্দেশিকা এসে পৌঁছেছে আমাদের হাতে। আমরা সেই মত মেদিনীপুর শহরের রিংরোড ও সংলগ্ন বিভিন্ন রাস্তা জল দিয়ে ধোওয়ার কাজকর্ম প্রতি রবিবার করা হবে। পরিচ্ছন্ন করা হবে ডিভাইডার এবং মনীষীদের মূর্তিগুলিও।”

আরও পড়ুন : ছিনতাইয়ে বাধা দেওয়ায় লরির খালাসিকে গুলি দুস্কৃতিদের, খড়্গপুরের ঘটনায় পুলিশকে তোপ দিলীপ ঘোষের

আরও পড়ুন : বাড়ির সামনে খেলার সময় পাঁচ বছরের শিশু নিখোঁজ, গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের

মেদিনীপুর পৌর এলাকাতে প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস রয়েছে। রিংরোড এলাকার রাজপথ প্রায় ৬ কিলোমিটার। এরপরেও সংলগ্ন এলাকার রাস্তা ধরলে প্রায় ১৪ কিলোমিটারের বেশি হবে। সুযোগ মতো সবটাই ধোয়া হবে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। রবিবার তিনি বলেন,”মুখ্যমন্ত্রীর নির্দেশ এসে পৌঁছেছে। আমরা সেই মতো কাজ শুরু করেছি। মেদিনীপুর শহরবাসীকে এই উদ্যোগে সহযোগিতা করার আবেদন করছি।”

আরও পড়ুন : লালগড়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ ও রেঞ্জ অফিসারকে সরানোর দাবিতে ১২ ঘন্টা পথ অবরোধ

আরও পড়ুন : বাইরে থেকে বাড়ির দরজা বন্ধ করে চুরির চেষ্টা মেদিনীপুর শহরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.