Development Board
আরও পড়ুন ঃ-অধিকারীদের বাড়তি গুরুত্ব, সাংসদ শিশির ও দিব্যেন্দু’কে ‘ Y প্লাস ‘ নিরাপত্তা কেন্দ্রের
পত্রিকা প্রতিনিধিঃ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই একে একে জেলার বিভিন্ন পদ থেকে সরিয়ে ফেলা হয় অধিকারী পরিবারের সদস্যদের। আর তার পর থেকেই অধিকারী পরিবারের সঙ্গে সংঘাত অব্যাহত তৃণমূলের। এহেন
অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক জ্যোতির্ময় কর। রাজ্য পুর ও নগরোয়ন্নন দপ্তরের পক্ষ থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। তবে ভোটের আগে ওই চেয়ারম্যানের পদ থেকে শিশিরবাবুকে সরিয়ে বসানো হয় অধিকারী বিরোধী হিসাবে পরিচিত অখিল গিরিকে। তবে নির্বাচনের পর রামনগরের বিধায়ক তথা নয়া মৎস্য মন্ত্রীর কাছ থেকে ওই পদ নিয়ে এবার তা দেওয়া হল জ্যোতির্ময় কর’কে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য,শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর নানা বিষয়ে বিরোধের কথা শোনা গিয়েছে। এবারের ভোটে জ্যোতির্ময়বাবুকে পটাশপুর থেকে অধিকারীদের দুর্গ দক্ষিণ কাঁথিতে প্রার্থী করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে হারতে হয় তাঁকে। তবে জোতির্ময় কর বরাবরই অধিকারী পরিবারের বিরোধী বলেই পরিচিত। আর সে কারণে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। দল যা দায়িত্ব দিয়েছে তাই পালন করবেন বলেই জানিয়েছেন তিনি।
অপরদিকে এবিষয়ে নবাগত মৎস্য মন্ত্রী অখিল গিরি বলেন, “ বৃহস্পতিবার তাঁকে পুর ও নগরোয়ন্নন দপ্তরের পক্ষ থেকে একথা
জানানো হয়, ওই পথ থেকে সরিয়ে প্রাক্তন জ্যোতির্ময় কর’কে বসানো হচ্ছে। কারণ, রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কাজে সময় দিতে পারবেন না তিনি। এই সিদ্ধান্তে তিনি খুশি।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Development Board
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore