ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : “চোর মুক্ত বাংলা” গড়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে আয়োজিত তিনটি পুজো মণ্ডপের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী। চোর মুক্ত বাংলা গড়া, হিন্দু ধর্ম রক্ষা করার বার্তা দেওয়ার সাথে সাথে তৃণমূল সাংসদ দেব-কেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
তিনি বলেন, “অ্যাকাউন্ট ট্রান্সফার করে গরু পাচারকারী এনামুলের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন দীপক অধিকারী। সেই টাকায় সিনেমা বানিয়েছেন তিনি।” গত বৃহস্পতিবার ঘাটালে একটি পূজার অনুষ্ঠানে এসে বিজেপির খড়্গপুরের বিধায়ক হিরণ চ্যাটার্জী সাংসদ দেব-কে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন। হিরণ বলেছিলেন, গরু পাচারকারী এনামুলের টাকায় সাংসদ সিনেমা তৈরি করেছেন। সেই কথার উত্তর মঙ্গলবার ঘাটালে এসে দিয়েছেন দেব। জানিয়েছিলেন এমন কোন টাকা তিনি নেন নি, ভিত্তিহীন অভিযোগ।
মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে একই প্রসঙ্গে একই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, “অ্যাকাউন্ট ট্রান্সফার করে পাঁচ কোটি টাকা নিয়েছেন দীপক অধিকারী। আমি বলেছি জানিয়ে দিন। গরু পাচারের এনামুলের কাছ থেকে দীপক অধিকারীর একাউন্টে ট্রান্সফার হয়েছে। কেন এসব বলতে যাচ্ছেন? কাঁচের ঘরে বসে ভাই দেব ঢিল ছোড়ার দরকার নেই ।
চুপচাপ থাক।” এদিন মঞ্চের বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, “এ রাজ্যে ধর্মনিরপেক্ষতার নামে বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকারেরা ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে গরুর মাংস খায়, মহুয়া মিত্র বলেন মা কালী গাঁজা, মদ খায়। এই ধর্মনিরপেক্ষতা ভাঙতে হবে। আসামে হেমন্ত বিশ্বশর্মা, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ যা করছে, এখানেও তাই করতে হবে। তাহলেই মনে করব আমরা প্রকৃত হিন্দু। জাতপাতের কথা পরে ভাবা যাবে।”