Students in East Midnapore are vocal in blocking the transfer of head teachers
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শিক্ষকের বদলি মেনে নিতে পারছেন না ছাত্র ছাত্রীরা । উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে পাঁশকুড়ার চাপাডালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ রানা নিজের বাড়ির কাছের স্কুলে যাওয়ার আবেদন করেছিলেন আর সেই আবেদন মঞ্জুর করা হয়েছিল স্কুল শিক্ষা দফতরের তরফে। কিন্তু চাঁপাডালি স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান শিক্ষকের ভালোবাসা স্নেহ থেকে দূরে সরে থাকতে চাইছে না।
আর সেই কারণেই ছাত্র-ছাত্রী দরদী প্রধান শিক্ষকের অন্যত্র বদলি কোনোভাবেই মেনে নিতে পারছে না স্কুলের ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা। এই কারনে পাঁশকুড়া পৌরসভার পৌর প্রধানের কাছে একটি লিখিত দেওয়া হয় স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। সেখান থেকে কোনো সুরাহা না পেয়ে শনিবার স্কুলের প্রধান শিক্ষকের রুমের সামনে দাড়িয়ে প্রধান শিক্ষককে বারবার অনুরোধ করতে থাকেন স্কুলের ছাত্র ছাত্রীরা। তারা স্লোগান দিয়ে জানায় প্রধান শিক্ষকের বদলী করা যাবে না। প্রধান শিক্ষককে কর্ম জীবনের বাকি সময়টুকু তাদের স্কুলেই থাকতে হবে।
এই দাবী জানিয়ে প্রধান শিক্ষকের কাছে কান্নায় ভেসে পড়ে ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষকের রুমের সামনে বসে পড়েন ছাত্রছাত্রীরা। পাঁশকুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চাপাডালি হাইস্কুলের ২০১০ সাল থেকেই প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন নরেশ রানা। নরেশ বাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের সবং এর দশকগ্রাম এলাকায়, সে কারণেই তিনি নিজের এলাকার স্কুলে বদলি হয়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু প্রধান শিক্ষক প্রিয় ছাত্র ছাত্রী থেকে অভিভাবকেরা নরেশ বাবু কে ছাড়তে নারাজ।
দীর্ঘদিন ধরে স্কুলের সাথেই স্বতঃপ্রণোদিত ভাবে জড়িয়ে ছিলেন নরেশ বাবু। স্কুলের শিক্ষা থেকে শুরু করে শিক্ষা কেন্দ্রের বিভিন্ন কার্যকলাপ মন কেড়েছিল ছাত্র-ছাত্রীদের। কিন্তু নিয়ম অনুযায়ী ওই প্রধান শিক্ষককে চলে যেতেই হবে এমনটাই জানিয়েছেন প্রধান শিক্ষক নরেশ বাবু। তিনি আরও বলেন ,’রবিবার চিন্তাভাবনা করি,এস আই স্যারের পরামর্শ নিয়ে সোমবার বিষয়টি জানাবো।’
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Head Teacher Transfer
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore