বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: মেস থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। ওই ছাত্রীর নাম স্নেহা আদক। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। ঘটনাটি শুক্রবার রাতে মেদিনীপুর শহর সংলগ্ন কেরানিচটি এলাকায়। ওই এলাকার একটি মেসে থাকতো এম.এ প্রথম বর্ষের ছাত্রী স্নেহা। ভূগোল বিষয়ে ভাদুতলার সিটি কলেজে পড়াশোনা করতো।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ৫০০-য় ৪৯০! CBSE – এর দ্বাদশে জাতীয় স্তরে জায়গা পেল খড়গপুরের অর্চিষ্মান
তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা নাকি অন্য কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে শুক্রবার বিকেলে বাড়ি যেত স্নেহা। এদিন বাড়ি না গিয়ে মেসে ছিল। নিত্যদিনের মতোই সন্ধ্যাবেলা তাকে ফোন করতো বাড়ির লোকজন। এদিন তাকে আর ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন : পিংলায় মর্মান্তিক বাইক দূর্ঘটনায় মৃত এক ! আহত ২
। ফোন সুইচড অফ থাকায় মেস মালিকে ফোন করে। তৎক্ষণাৎ মেসের মালিক রুমে গিয়ে স্নেহাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি রুমে থাকা অন্যান্য মেয়েদের কাছে জানতে পারে মেসে স্নেহা একাই রয়েছে। কোন সাড়া না পাওয়াই দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখে স্নেহার ঝুলন্ত দেহ। এরপরই খবর দেওয়া হয় কোতোয়ালি থানা ও বাড়ির লোকজনকে। পুলিশ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : ঝড়ের দাপট মেদিনীপুর শহরে, ভেঙে পড়লো একাধিক জায়গায় বড় বড় গাছ, ব্যাহত যান চলাচল
তদন্তের স্বার্থে স্নেহার মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, স্নেহার অস্বাভাবিক কিছু দেখতে পাননি পরিবারের লোকজন। সে হাসিখুশি এবং মিশুকে ছিল। কি কারনে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে স্নেহা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Student suicide
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper