Home » বালিচক-ডেবরা পুরসভা গঠন সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর

বালিচক-ডেবরা পুরসভা গঠন সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতর

by Biplabi Sabyasachi
0 comments

Balichak-Debra municipality

পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) বালিচক-ডেবরা পুরসভা (Balichak-Debra municipality) গঠন সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। গত ২৪ আগস্ট জেলাশাসককে চিঠি লিখে দপ্তরের অতিরিক্ত সচিব প্রস্তাবিত পুরসভা নিয়ে একটি রিপোর্ট পাঠাতে বলেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত পুরসভার এলাকা, জনসংখ্যা, জনবসতির ঘনত্ব, বর্তমান পঞ্চায়েতের কর্মী সংখ্যা, কৃষিকাজের সঙ্গে যুক্ত নন এমন বাসিন্দার সংখ্যা সহ বিভিন্ন তথ্য জানাতে বলা হয়েছে এই রিপোর্টে। এলাকার উন্নয়নের স্বার্থ ডেবরা ব্লকের কিছু এলাকাকে নিয়ে ‘বালিচক-ডেবরা পুরসভা’ গঠনের উদ্যোগ নেন বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবীর (Humayan Kabir)। সূত্রের খবর মানচিত্র তৈরি করে কোন কোন এলাকাকে যুক্ত করা হবে, তা চিহ্নিত করে তিনি নবান্নে (Nabanna) প্রস্তাব পাঠিয়েছেন। মন্ত্রী বলেন, “এই এলাকার উন্নয়ন করতে গেলে পুরসভা করা খুবই প্রয়োজন।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দুয়ারে সরকার শিবির পরিদর্শন প্রধান সচিবের, লক্ষ্মীর ভান্ডারের মডেল উদ্বোধন

পুরসভা হয়ে গেলে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়বে। আমি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Chandrima Bhattachariya) এই প্রস্তাব দিয়েছি। লিখিতভাবেই সব জমা দিয়েছি।”মন্ত্রী যে প্রস্তাব পাঠিয়েছেন তাতে ১৫টি ওয়ার্ড করতে বলা হয়েছে। তাতে ডুঁয়া (Dunya) -১, ২, ডেবরা ১, ২ ও জলিবন্দা (Jalibanda) পঞ্চায়েতকে যুক্ত করা হয়েছে। ডুঁয়া-১ ও ২ পঞ্চায়েত এলাকায় ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড। ডেবরা-১ ও ২ এলাকায় ৯ থেকে ১৫ নম্বর ওয়ার্ড এবং জলিবন্দা এলাকাকে ৮ নম্বর ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই পাঁচটি পঞ্চায়েত এলাকার প্রায় ২৬ হাজার ভোটারকে প্রস্তাবিত পুরসভা এলাকায় রাখা হয়েছে। ৩৩ হাজার ৪৮২টি পরিবারের এক লক্ষ ৯ হাজার ৭৩৪ জন বাসিন্দাকে প্রস্তাবিত পুরসভার এলাকাভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে ৫০০ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ, পরিদর্শন যুব অথরিটি কর্তার

মোট ১৯টি গ্রামকে পুরসভার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।প্রসঙ্গত, ডেবরা ও বালিচক এলাকাকে নিয়ে পুরসভা করার দাবি দীর্ঘদিনের। কিন্তু, এতদিন কেউ উদ্যোগ নেয়নি। এই এলাকার পাশ দিয়ে গিয়েছে জাতীয় সড়ক, দক্ষিণ পূর্ব (South-Eastern) রেললাইন। বালিচকে বিডিও (B.D.O) অফিস, থানা, রেল স্টেশন সহ সমস্ত সরকারি অফিস আছে। এখানে গড়ে উঠেছে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল (Debra Super Speciality Hospitals। কিন্তু, সেভাবে এলাকার উন্নয়ন হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।

আরও পড়ুন:- ফের মাওবাদীদের নামে পোস্টার ঝাড়গ্রামের বিনপুরে,ব্যাপক চাঞ্চল্য

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Balichak-Debra municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.