Midnapore Municipality
পত্রিকা প্রতিনিধি: অবশেষে মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality) চেয়ারম্যান (Chairman) পদে দায়িত্ব নিলেন সৌমেন খান (Soumen Khan)। তাঁকে দায়িত্বভার বুঝিয়ে দিলেন বিদায়ী চেয়ারম্যান দিনেন রায় (Dinen Roy)। দায়িত্ব পেয়ে সৌমেন খান বলেন শহরবাসীর প্রয়োজন মতোই কাজ করবেন তিনি। নিকাশি ব্যবস্থা, পানীয় জল, সাফাই সব দিকেই নজর দেওয়া হবে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী (Chief Minister) আমার উপর যে আস্থা রেখেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আমার একশো শতাংশ উজাড় করে দিয়ে এই আস্থার মর্যাদা রক্ষা করব। শুক্রবার পুরসভার দায়িত্বভার গ্রহণে উপস্থিত ছিলেন, বিধায়ক জুন মালিয়া (June Maliya), পুর প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ডা: গোলক বিহারী মাজি (Dr. Golak Bihari Maji), বিশ্বনাথ পাণ্ডব (Biswanath Pandab), বিশ্বেশ্বর নায়েক (Bisheswar Nayek) সহ অন্যান্যরা।
আরও পড়ুন:- মেদিনীপুরে ডাকাতির উদ্দ্যেশে জড়ো হওয়া ১২ জন দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার অস্ত্র
আরও পড়ুন:- ভিড় কমাতে ‘লক্ষ্মী ভান্ডারে’র অতিরিক্ত শিবিরের উদ্বোধন মেদিনীপুরে
আরও পড়ুন:- মেদিনীপুরের সরকারি হোম থেকে পলাতক ২ যুবতীকে উদ্ধার করল কোতোয়ালি থানার পুলিশ
উল্লেখ্য 2018 সালের ডিসেম্বর মাসে মেদিনীপুর পুরসভার জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়। সেই সময় পুরসভার প্রশাসক হন প্রাক্তন বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি (Mrigendranath Maity) । 2021 এর পর 16 ই আগস্ট রাজ্য সরকারের থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করে সাত জনের প্রশাসক মন্ডলী ঘোষণা হয়েছে। কিন্তু বিভিন্ন টালবাহানার জন্য এতদিন দায়িত্ব হস্তান্তর হচ্ছিল না। অবশেষে শুক্রবার নতুন প্রশাসক মন্ডলী দায়িত্ব নেয়। এদিন চেয়ারম্যান সহ পুর প্রশাসক মন্ডলীর সদস্যদের পুরসভার আধিকারিক, কর্মী সহ অন্যান্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব পেয়ে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবেন বলে জানালেন নতুন প্রশাসক মণ্ডলী।
আরও পড়ুন:- খড়্গপুরে পুলিশের নাকা চেকিং, মাস্ক না পরায় আটক ১০ জন
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের তিনটি হাসপাতালে সেপ্টেম্বরেই চালু হবে পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Municipality
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore