2
পত্রিকা প্রতিনিধি:পটাশপুরে ফের বিষধর সাপের আতঙ্ক। কারও বাড়ির জলের ট্যাঙ্কে তো কারও আবার বাড়ির নিকাশি নালায় দেখা যাচ্ছে বিষধর সাপ।আতঙ্কিত হলেও সরীসৃপটিগুলিকে মেরে ফেলেননি তাঁরা। এলাকার প্রায় প্রতিটি বাড়িতে ঢুকে পড়েছে গোখরা সাপ! প্রাণভয়ে দিন কাটাচ্ছেন পটাশপুর ১ ব্লকের এলাকার মতিরামপুরের বাসিন্দারা।এদিন স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাড়ির জলের ট্যাঙ্কে বিষধর গোখরা তিন-চারদিন ধরে ঢুকে রয়েছে।আতঙ্কে রয়েছি। কিন্তু ওই সাপগুলিকে আমরা মারিনি। কারণ এই ধরনের প্রাণী শেষ হয়ে গেলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে।” এই ঘটনার খবর পেয়ে শনিবার সকালে সাপটিকে উদ্ধার করতে যান পটাশপুর বনদফতরের কর্মীরা।
কিন্তু হঠাৎ করে পটাশপুর এলাকায় এত বিষধর সাপ এল কোথা থেকে? ভেবেই পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।