Home » গবেষণার কাজে সাফল্য, মেদিনীপুর কলেজের ৭ অধ্যাপকের আন্তর্জাতিক স্বীকৃতি

গবেষণার কাজে সাফল্য, মেদিনীপুর কলেজের ৭ অধ্যাপকের আন্তর্জাতিক স্বীকৃতি

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore College

আরও পড়ুন ঃপশ্চিম মেদিনীপুরে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

পত্রিকা প্রতিনিধি: গবেষণার কাজে আন্তজার্তিক স্তরে স্বীকৃতি পেল মেদিনীপুর কলেজের (স্ব:শাসিত) ৭ জন অধ্যাপক।এই কলেজের ৭জন অধ্যাপকের একসঙ্গে এমন স্বীকৃতি অতীতের সাফল্যে ছিল না। ফলে এই আন্তজার্তিক সাফল্য বাংলার শিক্ষা জগতের ক্ষেত্রেও গৌরবের বলে জানিয়েছে কলেজ কতৃপক্ষ।
বিশ্ব বিজ্ঞানী র‌্যাঙ্কিং ২০২১ এর তালিকায় এই সাফল্য পেয়েছে মেদিনীপুরের এই শিক্ষা প্রতিষ্ঠান।

গুগুল স্কলার সাইটেশন (Google Scholar Citation)উপর নির্ভর করে ‘এডি সাইন্টিফিক ইনডেক্স ওয়াল্ড সাইন্টিস্ট অ্যান্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং'(AD SCIENTIFIC INDEX WORLD SCIENTIST AND UNIVERSITY RANKING) প্রকাশ করা হয়েছে ।১৮১ টি দেশের ১১২৪০ বিশ্ববিদ্যালয়ের৬ লক্ষ ১৯ হাজার ২১৭ টি বিজ্ঞানীর গবেষণা পত্রের নিরীখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।


মেদিনীপুর কলেজের (স্বশাসিত) অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানান,” এই সাফল্য গৌরবের।আর গবেষকদের পাশাপাশি পড়ুয়ারাও অনুপ্রাণিতও উৎসাহিত হবে।”সমগ্র বিশ্ব জুড়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যে সকল গবেষণাপত্রগুলো প্রকাশিত হয় তা গুগল স্কলার সাইটেশন নথিভুক্ত করে থাকে। সেই সকল গবেষণাপত্র অবলম্বন করে আরও অন্য কোনো নয়া দিশা সামনে আসছে কিনা, কিংবা তা গ্রহণ করে নতুন কোনো পত্র প্রকাশ করছে কিনা তাঁর সুবাদেই এই তালিকা প্রস্তুত করা হয় ।

নিজস্ব চিত্র

এবার ৭ জনের তালিকায় রয়েছেন রসায়ন বিভাগের ২ জন ড.ত্রিদিব ত্রিপাঠী ও ড. নীলকমল মাইতি। গণিত বিভাগে সাফল্য পেয়েছেন ১ জন অধ্যাপক । তিনি হলেন ড.সুজিত কুমার দে।পদার্থবিদ্যাতেও রয়েছেন ২ জন। তাঁরা হলেন ড. তনুশ্রী পাল ও ড.মাখন লাল নন্দ গোস্বামী। কম্পিউটার বিজ্ঞান বিভাগে রয়েছেন ১জন অধ্যাপক। তিনি হলেন ড.কৃষ্ণগোপাল ধল। প্রাণীবিদ্যা বিভাগেও রয়েছেন ১জন। তিনি হলেন ড. গৌতম ঘোষ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore College

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.