Separate processions of two groups of Trinamool Chhatra Parishad in Medinipur town to protest against the price hike.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চার ঘন্টার ব্যবধানে একই দাবিতে মেদিনীপুর শহরে মিছিল করল জেলা তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। যা ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। প্রথম মিছিলটি দুপুর একটার সময় কলেজ ময়দান থেকে শুরু হয়। তাতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ ছাত্র নেতারা। ছিল কেশপুরের ছাত্র নেতারাও। দ্বিতীয় মিছিলটি বিকেল পাঁচটায় বিদ্যাসাগর হল ময়দান থেকে শুরু হয়।

আরও পড়ুন:- মেদিনীপুর সদরের মনিদহ গ্রাম পঞ্চায়েতে দ্বিগুণ ভূমি ও গৃহ কর বৃদ্ধিতে ক্ষোভ এলাকায়

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- খড়্গপুর IIT ক্যাম্পাসে ফিরেই আত্মহত্যার চেষ্টা এম টেক পড়ুয়ার

তাতে ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি সন্দীপ সিংহ, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সহ বিধায়ক জুন মালিয়া ঘনিষ্ঠ ছাত্র নেতারা। এমনিতেই জেলা সভাপতি আর মেদিনীপুরের বিধায়কের মধ্যে দূরত্ব রয়েছে। তার মধ্যে একই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নামে দু’বার মিছিল এবং ছাত্র নেতাদের ভিন্ন উপস্থিতি প্রকাশ্যে নিয়ে এল গোষ্ঠীদ্বন্দ্ব। মিছিলের ফেস্টুনেও গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র দেখা গিয়েছে।

Trinamool Separate Processions

আরও পড়ুন:- ছবি এঁকে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডসে’ নাম হলদিয়ার রনজিৎের

Trinamool Separate Processions
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পিংলা মহাবিদ্যালয়ের ৯ একর জমিতে হতে চলেছে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

দুপুরের মিছিলের ফেস্টুনে বিধায়ক জুন মালিয়ার ছবি নেই, বিকেলের মিছিলে রয়েছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। সৌরভ বলেন, একই দাবিতে দু’বার মিছিল হতেই পারে, তাতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই। যে যখন সময় পেয়েছে মিছিলে অংশ নিয়েছে, দল একটাই। মঙ্গলবার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন।

আরও পড়ুন:- গত ১২ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরের তিন জঙ্গলে ভয়াবহ আগুন, নেভালেন দমকল কর্মীর‍া

Advertisement

আরও পড়ুন:- ঠিক যেন ‘স্পেশাল ২৬’ সিনেমা! পশ্চিম মেদিনীপুরে আয়কর আধিকারিক পরিচয় দিয়ে দুঃসাহসিক ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে

সেইমতো জেলার এগারোটি এলাকায় ছাত্র-যুবরা যৌথ ভাবে বিক্ষোভ মিছিল করে। কিন্তু মেদিনীপুর শহরে কলেজ ময়দান থেকে শুরু হওয়া মিছিলটি ছিল শুধুমাত্র জেলা তৃণমূল ছাত্র পরিষদের। তৃণমূলের এক ছাত্র নেতা বলেন, রাজ্যের নির্দেশ ছিল যুব এবং ছাত্র যৌথ ভাবে মিছিল করার। দুপুরের মিছিলটা নিজেদের উদ্যোগে করেছে। তবে ছাত্র সংগঠন যে দুই গোষ্ঠীতে বিভক্ত তা মানছেন ওই ছাত্র নেতা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Trinamool Separate Processions

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.