Home » Old Woman Rescued : পুরুলিয়ার নিখোঁজ বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সাঁকরাইল থানার পুলিশ

Old Woman Rescued : পুরুলিয়ার নিখোঁজ বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সাঁকরাইল থানার পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

Sankrail police rescued a missing old woman from Purulia and handed her over to her family

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পুরুলিয়ার এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল সাঁকরাইল থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ এলাকা থেকে বালিকা মাহাত নামে এক বৃদ্ধা মহিলা কে উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। ওই মহিলার বাড়ি পুরুলিয়া জেলার হুড়া থানার অন্তর্গত খইরিপিহিড়া গ্রামে। বুধবার দিন সাঁকরাইল থানার লাউদহ এলাকায় প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ।

নিজস্ব চিত্র

ওই গ্রাম থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সাঁকরাইল থানায় নিয়ে আসে পুলিশকর্মীরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি কোথায় তা জানার চেষ্টা করে পুলিশ। ওই বৃদ্ধা পুলিশকে তার বাড়ির ঠিকানা জানায়। বৃহস্পতিবার সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে পুরুলিয়ার হুড়া থানার মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। ঐ বৃদ্ধার পরিবারের লোকেরা খবর পেয়ে শুক্রবার সাঁকরাইল থানায় আসেন। সাঁকরাইল থানার পুলিশ ওই বৃদ্ধাকে তার পরিবারের হাতে তুলে দেয়।

Old Woman Rescued

Advertisement

ওই বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে গত দেড় মাস আগে আচমকা বাড়ি থেকে তিনি বেরিয়ে নিখোঁজ হয়ে যান। চারিদিকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এরপর হুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অবশেষে শুক্রবার সাঁকরাইল থানায় এসে বালিকা মাহাত কে ফিরে পেয়ে তার পরিবারের সকলে খুব খুশি। তার পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানার পুলিশকে ধন্যবাদ জানানো হয়। সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলে খুশি তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনেরা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Old Woman Rescued

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.