0
: দমকল দিয়ে জীবাণুমুক্ত করা হল এগরার কোয়ারেন্টাইন সেন্টার। দেশ জুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউনের মধ্যে জেলার বিভিন্ন জয়গায় জীবানু মুক্ত করার জন্য পাশাপাশি চলছে স্যানিটাইজেশনের কাজও।সেইমতো মেদিনীপুরের সাংসদ প্রতিনিধি আশীষ নন্দের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের তেঁতুলিয়া ষডরং এ করোনা পজিটিভ পাওয়ার পর সোমবার জীবাণুমুক্ত করা হল তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টার৷এই মুহূর্তে তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রয়েছেন ২৬ জন৷ দমকল সূত্রে খবর,দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল গোটা তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টার।তাছাড়া প্রত্যেকটি ঘরে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে৷ ধাপে ধাপে এই কাজ শেষ করা হবে৷
পত্রিকা প্রতিনিধি