Road condition
আরও পড়ুন ঃ–এগরার মানুষকে সচেতন করতে এবার জনপথে নামলেন যমরাজ
পত্রিকা প্রতিনিধি : ফের ওভারলোডেড বালি গাড়ির জেরে যানজট পশ্চিম মেদিনীপুরের(West Medinipur) গুড়গুড়িপালের(Gurguripal)রাস্তায়।বুধবার সকাল পর্যন্ত দীর্ঘ লাইন বালি গাড়ির। করোনার বিধিনিষেধের জেরে একমাস বন্ধ থাকার পর চালু হয়েছে বালি গাড়ি চলাচল।শ’য়ে শ’য়ে ওভারলোডেড বালি গাড়ি চলছে রাতের অন্ধকারে। বেপরোয়া ভাবে দিনের বেলায় ছুটে চলেছে শ’য়ে শ’য়ে বালি বোঝাই ট্রাক্টর। বালি গাড়ির দৌরাত্ম্যে যানজটের সৃষ্টি হচ্ছে প্রায় দিন। কার্যত মেদিনীপুর ধেড়ুয়া সড়ক বালি গাড়ির দখলে। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের।
গুড়গুড়িপালে একটি সেতু(Bridge)নির্মাণ হওয়াতে পাশে কাঁচা মাটির রাস্তায় ওভারলোডেড গাড়ি আটকে পড়ছে। জেসিবি দিয়ে ঠেলে তুলতে হচ্ছে। রাত থেকে সকাল পর্যন্ত গাড়ির লাইন। দীর্ঘক্ষণ মাছ, সবজি বিক্রেতা সহ অন্যান্য গাড়িদের যানজটে আটকে থাকতে হচ্ছে এবং জোর করে বালি গাড়ি থামিয়ে তবেই রাস্তা পেরোতে হচ্ছে বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ আরোহীদের। বেআইনি ভাবে নদী গর্ভ থেকে জেসিবি ও মেশিন দিয়ে বালি তোলা হলেও ভূমি দপ্তর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এক বিজেপির নেতার অভিযোগ, পুলিশ, ভূমি দপ্তর ও তৃণমূল নেতাদের মদতেই চলছে এই বেআইনি কারবার।
অন্যদিকে গুড়গুড়িপালের ওই সেতুতে দিন কয়েক বন্ধ ছিল বালি বোঝাই লরি চলাচল। গাড়িগুলি চাঁদড়া থেকে পিড়াকাটার রাস্তা হয়ে যাতায়াত করছিল। প্রায় সাতদিন চলার পরই সদ্য সংস্কার হওয়া পিচ রাস্তার অধিকাংশ জায়গা নষ্ট হয়ে গিয়েছে। রাস্তা বসে গিয়ে পিচ উঠে মাটিও বেরিয়েছে যেখানে সেখানে। জানা গিয়েছে, স্থানীয়রা অভিযোগ জানিয়েছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষর কাছে। তারপর থেকে বন্ধ হয় ওই রাস্তায় বালি গাড়ি চলাচল।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road condition
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore