ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বীরসিংহে শুরু হলো বর্ণপরিচয় গেটের নির্মাণ কাজ। ২০২০ সালে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের সিংহডাঙায় বিদ্যাসাগর তোরণটির নতুন সংস্কার করে বর্ণপরিচয় গেট তৈরির প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই,সোমবার থেকে তড়িঘড়ি শুরু হলো সেই গেট তৈরির কাজ। জানা গেছে, তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে এই গেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তদপ্তরে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এ বিষয়ে পূর্তদপ্তরের ঘাটাল সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার সূর্য গাইন বলেন, দুটি গেটের জন্য মোট বাজেট ধরা হয়েছে ১ কোটি ৭৯ লক্ষ টাকা। দুটি গেটের মধ্যে একটি সিংহডাঙা মোড়ে বর্ণপরিচয় গেট,অন্যটি বিদ্যাসাগরের জন্মভিটাতে প্রবেশের ঠিক আগেই ভগবতী বিদ্যালয় সংলগ্ন স্থানে নির্মাণ চলছে। প্রসঙ্গত, ২০২০ সালে বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষে বীরসিংহে এসে এই বর্ণপরিচয় গেট তৈরির কথা বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গত আট মাস আগে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এসে এই গেট তৈরির কাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
Bornoporichoy Gate
আরও পড়ুন : ভয়ঙ্কর আগুন মুড়াকাটার জঙ্গলে, হিমশিম দমকলের
আরও পড়ুন : মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন আশাকর্মীদের
ক্ষোভের মুখে পড়েছিলেন তৎকালীন জেলাশাসক সহ তথ্য সংস্কৃতি দপ্তর ও পূর্তদপ্তরের আধিকারিকরা। কিন্তু তারপর থেকে আট মাস কেটে গেলেও সিংহডাঙায় বিদ্যাসাগর তোরণটির কোনও সংস্কার শুরু হয়নি। এই তোরণটি ভেঙেই বর্ণপরিচয় গেট তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ফের পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক কর্মসূচীতে আসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আসার প্রাক্ মুহূর্তে শুরু হলো বর্ণপরিচয় গেটের নির্মাণ কাজ।
আরও পড়ুন : মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, নেভালো দমকল
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bornoporichoy Gate
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper