বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মঙ্গলবার দুপুরে পৃথক দুটি ভয়াবহ দুর্ঘটনা জেলায়। জাতীয় সড়ক ও রাজ্য সড়ক দুটি স্থান অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোট তিনজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে কেশপুরের পঞ্চমী এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ ঘটেছে। স্থানীয়রা জানান, কেশপুরের দিক থেকে প্রচণ্ড গতিতে একটি প্রাইভেট গাড়ি মেদিনীপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি লরি আসছিল।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
দুজনেরই গতি অনেক বেশি ছিল। হঠাৎ রাস্তার মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট গাড়ির চালক মারাত্মকভাবে আহত হন। পাশে থাকা আর একজন আরোহী অল্প আহত হয়েছেন।” ঘটনার পরে তীব্র যানজট তৈরি হয় ওই রাস্তায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। সেই সাথে কেশপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে প্রায় একই সময় মেদিনীপুর শহর সংলগ্ন হোসনাবাদ এলাকাতে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর দুই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
Road Accident
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
স্থানীয়রা জানিয়েছেন, সিমেন্ট বোঝায় একটি লরি খড়্গপুরের দিক থেকে শালবনীর দিকে যাচ্ছিল। অন্যদিকে শালবনীর দিক থেকে রেশন সামগ্রী নিয়ে একটি লরি খড়্গপুরের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে হোসনাবাদে। আশেপাশে থাকা লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এতে একটি লরির চালক আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper