পত্রিকা প্রতিনিধি: দিঘা-কাঁথি জাতীয় সড়কে মাল বোঝাই ডাম্পারের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে আগুন,মৃত্যু হল ২জন পর্যটকের।বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিঘা গেট সংলগ্ন এলাকায়। digha, digha, purba medinipur news, biplabi sabyasachi news, latest bengali news, bengal news
আরও পড়ুন- দিঘা সমুদ্রে তলিয়ে গেল ৫ টি বোল্ডার বোঝাই ডাম্পার,অল্পের জন্য রক্ষা পেলেন চালকেরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ কাঁথি থেকে দিঘাগামী একটি দ্রুতগতির ডাম্পারের সঙ্গে কাঁথিগামী একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এরপর আচমকাই আগুন জ্বলে ওঠে মাল বোঝাই ডাম্পারটিতে।তবে এই ঘটনার পর বাইকে থাকা দুজন যুবক ভারসাম্য হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে।এরপর ঘটনাস্থলে তাদের মধ্যে মৃত্যু হয় এক পর্যটকের।তবে বাকি ১জন পর্যটককে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।এরপর স্থানীয়রা ঘটনাটি দিঘা থানা ও দমকলে খবর দিলে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এরপর পুলিশ গাড়ি দুটিকে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত দুজন যুবক কলকাতার কবি শুকান্ত পল্লী এলাকার বাসিন্দা।তবে ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে।তাছাড়াও এই ২জন পর্যটকের মৃত্যু আগুনে পুড়ে হয়নি।তবে মৃত ২জন পর্যটক বলে জানা যাচ্ছে।
দমকল সূত্রে খবর,গাড়িতে আগুন লাগার ঘটনাটি আমাদের কাছে এসে পৌঁছানো মাত্রই আমরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণ আনি। তবে গাড়িতে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা সম্ভব হয়নি ।তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi