পত্রিকা প্রতিনিধি: জাতীয় সড়কে ফের মর্মান্তিক পথ দূর্ঘটনায় আহত এক পথচারী।জানা গিয়েছে ওড়িষ্যার দিক থেকে খড়্গপুরের দিকে যাওয়ার পথে আচমকাই সামনে একটি বাইক চলে আসায় নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্ঠে যায় কন্টেইনার বোঝাই ট্রাকটি।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মনোহরপুরে।মঙ্গলবার বিকেল নাগাদ উড়িষ্যার দিক থেকে একটি কনটেইনার বোঝাই ট্রাক খড়্গপুরের দিকে যাচ্ছিল।হঠাৎই ট্রাকের সামনে এক বাইক আরোহী চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।চাপা পড়ে গুরুতর আহত হয় তপন সিং(৩৫) নামে এক স্থানীয় পথচারী।দ্রুতগতি এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দূর্ঘটনা বলে স্থানীয় সুত্রে খবর।ঘন্টা খানেক দূর্ঘটনাগ্রস্থ গাড়িটির নীচে চাপা পড়ে থাকার পর স্থানীয় ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেষ্টায় তাকে ভর্তি করা হয় দাঁতন গ্রামীন হাসপাতালে।মাথায় ও পায়ে গুরুতর চোট রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।তবে বারবার কেন এই দূর্ঘটনা?বৃষ্টি নাকি দ্রুততা তা নিয়ে উঠছে প্রশ্ন।
2