109
পত্রিকা প্রতিনিধি: ৬০ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, আহত ৩, মৃত ২। তীব্র চাঞ্চল্য চন্দ্রকোনা রোডের ডুকি এলাকায়। জানা গিয়েছে রবিবার বিকেল তিনটে নাগাদ চন্দ্রকোনা রোডের ডুকির কাছে সেচ দপ্তরের একটি বোলারো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে একটি মোটরবাইক। সংঘর্ষে জাতীয় সড়কের ওপর উল্টে যায় বোলারো গাড়িটি। তিন মোটরবাইক আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। অপর এক বাইক আরোহী ও দুই বোলেরো গাড়ির যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দ্বাড়িগেড়িয়া হাসপাতালে। ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে মেদিনীপুর বিষ্ণুপুর এর মধ্যে সংযোগ রক্ষাকারী ৬০ নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।