Afghanistan and Taliban
পত্রিকা প্রতিনিধি: আফগানিস্তান (Afghanistan) থেকে উদ্ধার পেতে দিদির উপর ভরসা করলে তালিবানার (Taliban) গুলি কপালে আছে। এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপ বাবুর মন্তব্যের পাল্টা কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূলও (TMC)। বৃহস্পতিবার খড়্গপুর (Kharagpur) স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নব নির্মিত ফুট ব্রীজ ঘুরে দেখেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানে সাংবাদিকদের আফগানিস্তানে আটকে পড়া বাঙালিদের প্রসঙ্গে তিনি বলেন, “আফগানিস্তানে বাঙালি নয়, ভারতীয়রা আটকে রয়েছেন। সবাইকে মোদীজি (Modi) উদ্ধার করবেন। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। লকডাউনের সময় ৭০ লক্ষ লোককে বিমানে করে মোদী নিয়ে এসেছেন। একজনেরও ক্ষতি হতে দেননি। মোদীর উপর ভরসা রাখুন। দিদির উপর ভরসা করলে কপালে তালিবানের গুলি আছে। “
আরও পড়ুন:- বারুইপুর থেকে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসে বেলপাহাড়ির জলপ্রপাতে পড়ে মৃত্যু শিশুপুত্রের
আরও পড়ুন:- বিরোধিতা নয়! সুষ্ঠুভাবে দুয়ারে সরকার শিবির নিয়ে মেদিনীপুর পুরসভায় গঠনমূলক প্রস্তাব জমা সিপিএমের
এদিন তিনি দুয়ারে সহকারে লক্ষ্মীর ভান্ডার (Laxmi Bhandar) প্রকল্পের ফর্ম নিতে ভিড়, রাজ্যের আইন শৃঙ্খলা , মাদার ডেয়ারি চালু, সিন্ডিকেট সহ একাধিক বিষয় নিয়ে তৃণমূল সরকারকে তোপ দাগেন। দিলীপবাবুর এহেন মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা (Sujoy Hazra) বলেন, “নির্বাচনের সময় মাটিতে পুঁতে দেবো, অনাথ করে দেবো,ছেলে মেয়ের মুখ দেখতে দেবোনা, পিঠের চামড়া তুলে দেবো, এসব তালিবানি কথা দিলীপবাবুই বলেছেন।বিজেপি তালুবানি ভাষাতেই কথা বলে। বিজেপির এটাই কালচার। তৃণমূল মানুষর কথা বলে। মানুষের উন্নয়নের কথা বলে।”
আরও পড়ুন:- চাকরি দাবিতে মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Afghanistan and Taliban
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore