Home » সংক্রমণের থেকেও বাড়ছে সুস্থতার হার, একদিনেই দুই মেদিনীপুরে আক্রান্ত ১৩৯৫ , সুস্থ ১৬১৪

সংক্রমণের থেকেও বাড়ছে সুস্থতার হার, একদিনেই দুই মেদিনীপুরে আক্রান্ত ১৩৯৫ , সুস্থ ১৬১৪

by Biplabi Sabyasachi
0 comments

Increase rate

আরও পড়ুন ঃ-কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতা ! পূর্ব -পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ১২৫৬ জন, সুস্থ ১৬১৪

পত্রিকা প্রতিনিধিঃ সারা রাজ্যেজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ফের বাড়লো। দৈনিক আক্রান্তের নিরিখে গত ২৪ ঘন্টায় দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে নতুন করে আক্রান্ত হলেন ১৫৭৮ জন । এরমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় আক্রান্ত হয়েছেন ৬১৫ জন , পূর্ব মেদিনীপুর জেলায় ৭৮০ জন ও ঝাড়গ্রাম জেলায় ১৮৩ জন। অপদিকে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় সুস্থ হয়েছেন  ১৭৮১ জন । পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যু হয়েছে ১ জনের বলে রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন ঃ-শ্রমিক দ্বন্দ্বে উৎপাদন ব্যহৃত, সমস্যা হলদিয়া আইওসি-তে

অপরদিকে করোনার সংক্রমণ রুখতে বাসিন্দাদের সচেতন করার পাশাপাশি করোনা উপসর্গ থাকা ব্যক্তিদের দ্রুত নমুনা পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। এর জন্য জেলা সদর, মহকুমা হাসপাতাল ও প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নমুনা পরীক্ষার ব্যবস্থা রয়েছে। জেলায় ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের প্রতিষেধক দেওয়ার কর্মসূচিও চলছে।’’ কিন্তু যে হারে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, সে তুলনায় শয্যা সংখ্যা অনেক কম বলে উদ্বেগ আরও বাড়িয়েছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতেও অনেকে করোনা বিধি মানছেন না বলে অভিযোগ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Increase rate

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.