Home » National Anthem : পূর্ব মেদিনীপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে ডাকা বিক্ষোভ সভায় ভুল জাতীয় সংগীত কাউন্সিলরের, সমালোচনার ঝড়

National Anthem : পূর্ব মেদিনীপুরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে ডাকা বিক্ষোভ সভায় ভুল জাতীয় সংগীত কাউন্সিলরের, সমালোচনার ঝড়

by Biplabi Sabyasachi
0 comments

Wrong national anthem councilor at a protest meeting in East Midnapore on the issue of price hike of petroleum products

 ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী তথা অধ্যাপক জ্যোতির্ময় কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা।

National Anthem
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বেআইনি গুটখা-জর্দার গোডাউনে হানা পুলিশের, গ্রেফতার ১

সভার শেষে জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন তৃণমূল নেতারা। কাঁথির ৭ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর রিনা দাসের হাতে ছিল মাইক। তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এবং পেশায় একজন পার্শ্বশিক্ষক। সকলকে ছাপিয়ে তাঁর কণ্ঠে ভুলে ভরা জাতীয় সঙ্গীত শুনতে পান দর্শক থেকে স্থানীয় বাসিন্দারা। নিজের ভুল বুঝতে পেরে গান গাওয়ার পরেই মঞ্চ থেকে নেমে যান রিনা। কিন্তু ততক্ষণে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন অনেকে।

National Anthem

আরও পড়ুন:- প্রয়াত হলেন মহিষাদল রাজবাড়ির রাজমাতা ইন্দ্রানী গর্গ 

Advertisement

আরও পড়ুন:- ফের হাতির হানায় মৃত্যু শালবনীতে

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সব‍্যসাচী পত্রিকা। কিন্তু ভিডিও ভাইরাল হতেই শাসক দলের সমালোচনায় মুখর নেট নাগরিকরা। যা ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল।বিজেপি নেতৃত্বরা মজার ছলে ফেসবুকে শেয়ার করেছেন। যদিও এই ঘটনায় রিনা দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডিত বলেন, জাতীয় সংগীত ভুলভাবে গাওয়া হয়েছে, এটা স্বাভাবিক।

আরও পড়ুন:- মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে পৃথক মিছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর

যারা তৃণমূলে সমর্থনে কাজ করেন তারা তো সব সময়ই দিদির গান নিয়ে মেতে ওঠেন। তাই এটা স্বাভাবিক। এটা আমাদের লজ্জা। তাছাড়া দিদির বন্দনা গাইলে এর থেকে বেশি কিছু পাওয়া যায় না। অপরদিকে মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, রিনা দাস এইভাবে জাতীয় সংগীত পরিবেশন করেছে। তা নিয়ে আমরা সত্যিই দুঃখিত। এরকম ঘটনা আমাদের আগে কখনো ঘটেনি। তাছাড়া এনিয়ে আগে কেউ কখনও সমালোচনা করেনি। আমরা এই ঘটনা নিয়ে দুঃখিত।

আরও পড়ুন:- মেদিনীপুর সদরের মনিদহ গ্রাম পঞ্চায়েতে দ্বিগুণ ভূমি ও গৃহ কর বৃদ্ধিতে ক্ষোভ এলাকায়

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

National Anthem

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.