Government at the door
আরও পড়ুন ঃ–রাজ্যের পুলিশ হিজড়া, রাতে পুলিশ গ্রামে রেট করতে ঢুকলে বেঁধে রাখুন, পটাশপুরে মন্তব্য দিলীপের
পত্রিকা প্রতিনিধি: হলদিয়া উন্নয়ন ব্লকে গ্রাম পঞ্চায়েতে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির শিবিরে গ্রামবাসীদের করোনা পরীক্ষা শিবির করা হলো দেভোগ গ্রাম পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে। এদিন শিবিরে আশা মহিলা-পুরুষদের রেপিক টেস্ট ব্যবস্থা করা হয় মনোহর পুর হাই স্কুলে। এদিন দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচিতে উপচে পড়ে ভিড়। তবে ইন্টারনেট পরিষেবা দুর্বল হওয়ার ফিরে যেতে হয় মানুষজন কে।
দিনভর ভোগান্তির শিকার হতে হয়। শিবিরে নাম নথিভুক্ত করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। সেই জন্য শিবির থেকে ফিরে দেওয়া হয় বহু মানুষকে। মূলত স্বাস্থ্য সাথী কার্ড এর জন্যই এদিন সবচেয়ে বেশি মানুষ দাঁড়িয়েছিলেন। শিবির থেকে জানানো হয়েছে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আঁধারে সরকার অবশ্যই নিয়ে আসতে হবে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিবির তদারকি করেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা সহ সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Government at the door
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore