Municipality Election 2021
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: একুশের বিধানসভা নির্বাচন হোক কিংবা উপ নির্বাচন। বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ফলে পিছিয়ে পড়েছে বিরোধী দল বিজেপি। আর এই পরিস্থিতিতে পুরসভা নির্বাচনকে লক্ষ্য করে নিজেদের খাঁটি মজবুত করতে প্রস্তুত বিজেপি। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের এগরা সাংগঠনিক নেতৃত্বে জোর দিতে সাংগঠনিক সভা যোগ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তাপস দলুই, সুদাম পন্ডিত সহ অন্যান্য নেতারা।
আরও পড়ুন:- চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! শিশু দিবসে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে মশারি বিলি পুরসভার
এদিন সভায় দিলীপ ঘোষ বলেন, “আমরা বিধানসভা নির্বাচন ও উপনির্বাচন দুটোতেই পরাজিত হয়েছি। রাজ্যের একটা পুরসভাও আমাদের হাতে নেই। নামমাত্র কয়েকজন কাউন্সিলর রয়েছে। শুধু তাই নয় রাজ্যের সাড়ে তিন হাজারের কাছাকাছি গ্রামপঞ্চায়েত থাকলেও মাত্র সাড়ে তিনশো পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। তাই এই পুরনির্বাচনে আর রেডিমেড প্রার্থী নয়, দলের পুরনো নেতাদের তাঁদের গুরুত্ব বুঝে টিকিট দেওয়া হবে। পঞ্চায়েত ও পুরনির্বাচন উভয়ক্ষেত্রেই দলের গুরুত্বে জোর দেওয়া হবে। ব্যক্তির গুরুত্বে নয়।”
Municipality Election 2021
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ফের খুন বিজেপি কর্মী , চাঞ্চল্য এলাকাজুড়ে
তিনি আরও বলেন “একটা স্বপ্ন ছিল আমাদের, যে বাংলার বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করব। বাস্তবের সঙ্গে কল্পনার দূরত্বটা আমরা পূরণ করতে পারিনি বলেই আমাদের স্বপ্নপূরণ হয়নি। একটা সময় ছিল, যখন পশ্চিমবঙ্গে কোনও সংবাদমাধ্যমে বিজেপির খবর ছাপা হত না। কেউ জানত না। সেই জায়গা থেকে আজ প্রথম পাতায় বিজেপির খবর ছাপা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিজেপির গ্রহণযোগ্যতা বেড়েছে।” প্রসঙ্গত, নিজের দলের ‘আত্মসমালোচনা’ আগেও করেছেন দিলীপ। বিভিন্ন সময়ে তিনি খেদ প্রকাশ করে জানিয়েছিলেন বঙ্গ নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে পুরোপুরি সাংগঠনিক রাশ তুলে দেওয়ায় সমস্যা হয়েছিল।
আরও পড়ুন:- ক্লিন শালবনী গড়ার লক্ষ্যে বর্জ্য পদার্থ সংগ্রহে বাড়ি বাড়ি ঘুরছে ই-রিক্সা
পাশাপাশি, নির্বাচনের আগে একাধিক তৃণমূল নেতার যোগদান ও তাঁদের ক্ষমতায়ন ভাল চোখে দেখেনি আদি বিজেপি নেতৃত্ব। তাই এ বার ‘শূন্য থেকে শুরু’ করতে তত্পর দিলীপ। সেদিক থেকে পুরনির্বাচন ও পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে যে আদি নেতাদের গুরুত্ব বাড়বে তা অস্বীকার করতে পারছেন না রাজনৈতিক মহলের একাংশ। তবে, বঙ্গে পুরভোটের আগে বিজেপি সাংসদ ও সর্বভারতীয় সভাপতির এই বৈঠক বিশেষ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:- ভগবানপুরে মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে বিজেপি , ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Municipality Election 2021
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Whether it is 2021 assembly election or by-election. The Trinamool Congress has won by a huge margin. As a result, the opposition BJP has fallen behind. And in this situation, the BJP is ready to strengthen itself by targeting the municipal elections. In this situation, BJP’s all-India vice-president Dilip Ghosh joined the organizational meeting to emphasize the organizational leadership of East Midnapore. Kanthi organizational district president Anup Chakraborty, general secretary Tapas Dalui, Sudam Pandit, and other leaders were also present.
Dilip Ghosh said in the meeting, “We have lost both the assembly elections and the by-elections. We do not have a single municipality in the state. There are only a handful of councilors. Not only that, although there are about three and a half thousand gram panchayats in the state, only three hundred and fifty panchayats are under the control of the BJP. So in this re-election, the old leaders of the party will be given tickets realizing their importance, not readymade candidates. The importance of the party will be emphasized in both panchayat and re-election. Not in person. ”
He further said, “We had a dream that we would win the Bengal Assembly elections. Our dreams did not come true because we could not fill the gap of imagination with reality. There was a time when BJP news was not published in any media in West Bengal. No one knew. From that place, the news of BJP was printed on the front page today. Over time, the BJP’s acceptance has increased. ” Incidentally, Dilip has done ‘self-criticism’ of his own party before. At various times, he lamented that there was a problem in handing over the organizational rush to the central leadership before the Bengal elections.
Besides, the original BJP leadership did not like the participation and empowerment of several TMC leaders before the elections. So this time Dilip is eager to start from scratch. Since then, some sections of the political circles have not been able to deny that the importance of the original leaders will increase in the re-election and subsequent panchayat elections. However, the meeting of the BJP MP and the All India President before the pre-poll in Bengal is considered by the political circles to be of special significance.