Haldia Ranjit’s name is painted in India Book of Records 2022
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মায়ের উৎসাহে ছোট থেকেই ছবি আঁকায় হাতে খড়ি তার। সব ধরনের ছবি আঁকতে ভালোবাসে সে। ছবি এঁকেই ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডসে’ জায়গা পেল হলদিয়ার বিবেকাকন্দ মিশন মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র রণজিৎ সিংহ। হলদিয়ার বাজিতপুর গ্ৰামের ওই তরুণের ছবি আঁকার পাশাপাশি বাঁশি বাজানো পছন্দ করেন তিনি।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পিংলা মহাবিদ্যালয়ের ৯ একর জমিতে হতে চলেছে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা
আরও পড়ুন:- গত ১২ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরের তিন জঙ্গলে ভয়াবহ আগুন, নেভালেন দমকল কর্মীরা
বাড়ির প্রতিটি কোণায় কোণায় তার হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে বিভিন্ন দেবদেবীর ছবি। গাছ লাগানো,পরিবেশ দূষণ ও জল অপচয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ছবি আঁকেন বছর চব্বিশের ওই তরুণ। ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম আসার পর শংশাপত্র,পদক ও কলম এসে পৌঁচ্ছেছে তার কাছে। রণজিৎ জানিয়েছে তার এই সাফল্যের পেছনে বাবা -মা ও স্কুল,কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ বন্ধু- বান্ধবীদের ভূমিকা রয়েছে।
আরও পড়ুন:- বনকর্তাদের সচেতনতা প্রচারের ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা জঙ্গলে আগুন, নেভাল দমকল
আগামীদিনে নিজে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করতে চান তিনি। তার এই সাফল্যের খবর জানাজানি হতেই তার কাছে একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে রণজিৎ-এর মতো তরুণরাই পারে নবীন প্রজন্মকে সঠিক দিশা দেখাতে। তাঁর এই সাফল্যে খুশি পরিজন থেকে এলাকার বাসিন্দারা।
India Book of Records 2022
আরও পড়ুন:- শহর জুড়ে পিকেটিং, মেদিনীপুর কলেজের অধ্যক্ষকে গাড়ি নিয়ে ঢুকতে বাধা
আরও পড়ুন:- লাইসেন্সবিহীন বাড়িতে মজুদ ছিল ৩৪ কেজি বারুদ, পূর্ব মেদিনীপুরে পুলিশের হাতে আটক অভিযুক্ত
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
India Book of Records 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore