BJP Worker Murder
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: গত শনিবার ভগবানপুরে ফের বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ ইতিমধ্যে ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল ভূপতিনগর থানার পুলিশ। উল্লেখ্য, ভগবানপুর ২ ব্লকের ভুপতিনগর থানার বাসুদেব বেড়িয়া এলাকায় দক্ষিণ বড়বড়িয়া গ্রামের বিজেপির বুধ সাধারণ সম্পাদক ছিলেন ভাস্কর বেরা (৪৫)। পরিবার সূত্রে খবর, শনিবার রাতে বাড়িতেই ছিলেন তিনি। এরপর গ্ৰামের বাসিন্দাদের সাথে কালীপুজোর ঘট উত্তোলন করতে যাচ্ছিলেন ভাস্কর। সেই সময় গ্রামের বাসিন্দাদের থেকে কিছুটা পিছিয়ে পড়েন তিনি।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় থানায় রাইফেল পরিষ্কার করার সময় ছিটকে বেরোলো গুলি, জখম NVF কর্মী
আরও পড়ুন:- রাষ্ট্রপতির হাত থেকে ‘দ্রোণাচার্য’ পুরস্কার পেলেন মহিষাদলের সাঁতার কোচ তপন পানিগ্রাহী
আর তার ফাঁকেই তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর আর বাড়ি ফেরেননি ভাস্কর। এরপর শুরু হয় খোঁজ। আর এই ঘটনার পর রবিবার সকালে বাসুদেববেড়িয়ার রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় ভাস্করকে পড়ে থাকতে দেখা যায়।গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ভাস্করকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
আর এই ঘটনার পর বিজেপি নেতা খুনের পরই বিজেপির তরফে ৩৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়।
BJP Worker Murder
আরও পড়ুন:- পুর নির্বাচনে আদি নেতাদের বাড়তি গুরুত্ব , পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক সভায় বললেন দিলীপ
সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত মোট ৩ জনকে গ্রেফতার করে। এরপর সোমবার ধৃতদের আদালতে তোলা হয় বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে , ভগবানপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগে একাধিক সন্দেহভাজনের তালিকা তৈরি করা হয়েছিল।এরপর তদন্তে নেমে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে ভূপতিনগর থানার পুলিশ। ধৃতরা হলেন, রামপদ জানা, সুশান্ত কামিলা, প্রবাল কুমার মাইতি। ওই তিনজন তৃণমূলের সমর্থক বলেই খবর।
আরও পড়ুন:- চোখ রাঙাচ্ছে ডেঙ্গু! শিশু দিবসে মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে মশারি বিলি পুরসভার
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ফের খুন বিজেপি কর্মী , চাঞ্চল্য এলাকাজুড়ে
BJP Worker Murder
একসপ্তাহের মধ্যে পর পর দুই বিজেপি নেতা খুনে এক জায়গায় একজনকে গ্রেফতার, অপর জায়গায় ৩ জনকে গ্রেফতার করা আই ওয়াশ ছাড়া কিছুই নয়, এমনই মনে করছে বিজেপি। দলীয় নেতা খুনে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপির। যদিও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তরুণ মাইতির মন্তব্য, “ভাস্কর বেরা একজন মদ্যপ। প্রচুর পরিমাণে মদ খেয়েছিলেন। এই কারণে ওঁর বিবাহ বিচ্ছেদও হয়েছে। গতকালও মদ খেয়েছিলেন। মদ্যপ অবস্থায় খালের ধারে পড়েছিলেন। পরে, চিকিৎসকরা ভাস্করকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:- ক্লিন শালবনী গড়ার লক্ষ্যে বর্জ্য পদার্থ সংগ্রহে বাড়ি বাড়ি ঘুরছে ই-রিক্সা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
BJP Worker Murder
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Bhupathinagar police have already arrested three miscreants for allegedly beating a BJP worker to death in Bhagwanpur on Saturday. It may be mentioned that Bhaskar Bera (45) was the general secretary of BJP in Dakshin Barabaria village in the Basudeb Beria area of Bhuptinagar police station in Bhagwanpur 2 block. According to family sources, he was at home on Saturday night. Then the sculptor was going to lift the pot of Kalipujo with the villagers. At that time he was a little behind the villagers.
It is alleged that the ambassador provided the information to him. Then the sculptor did not return home. Then the search begins. After the incident, the sculptor was found lying unconscious on the side of the road in Basudebberia on Sunday morning. When he was taken to the hospital in critical condition, the doctors declared the sculptor dead. After this incident, unrest spread in the area. However, his family claimed that he had been beaten to death by TMC miscreants. After that incident, after the murder of the BJP leader, 33 people were charged on behalf of the BJP.
Police have so far arrested three people in connection with the allegations. As a result, it is learned that the detainees were taken to the court on Monday. According to police, a list of multiple suspects was compiled for allegedly beating a BJP worker to death in Bhagwanpur. The arrested are Rampad Jana, Sushant Kamila, Prabal Kumar Maiti. The three are said to be TMC supporters.
The BJP thinks that arresting one person in one place for killing two BJP leaders in a week and arresting 3 people in another place is nothing but eyewash. For this reason, the BJP has demanded a CBI probe into the murder of the party leader. However, Trinamool president of Contai organizing district Tarun Maiti commented, “Bhaskara Bera is an alcoholic. He drank a lot of alcohol. Due to this, he got divorced. He also drank alcohol yesterday. He fell on the bank of the canal in a state of intoxication. Later, doctors pronounced the sculptor dead.