Money application
আরও পড়ুন ঃ-‘যশ’ আক্রমণে দিঘা যেন শ্মশানপুরী, সৈকত সুন্দরী’র লন্ডভন্ড চেহারা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী
পত্রিকা প্রতিনিধিঃ গত ২৬ শে মে শুক্রবার ঘূর্ণিঝড় ‘যশ’ ( Yass) এর দাপটে ব্যপক হারে ক্ষতিগ্রস্ত বাংলা । আর এই বাংলার পূর্ব মেদিনীপুর এবং দুই পরগনায় আকাশপথে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে কলাইকুন্ডায় সাক্ষাৎ শেষ করে দিঘায় আসেন তিনি। এরপর দিঘা উন্নয়ন পর্ষদে (DSDA) এসে জেলার ক্ষয়ক্ষতি নিয়ে এক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন , বিধ্বস্ত দিঘার নতুন করে সৌন্দর্যায়নের ব্যবস্থা করতে হবে। দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। তাছাড়া যেহেতু দিঘার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এটা সামলানোর জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রয়োজন। এটা আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়া হবে না। তাছাড়া সেচ দফতরের কাজ ঠিকমতো হয়নি। গ্রামের রাস্তা গুলিকে দ্রুত মেরামত করতে হবে। এই কাজ পথশ্রী প্রকল্পের মধ্যেই ঢুকিয়ে নিতে হবে। অপরদিকে ডিপ টিউবওয়েলে নোনাজল ঢুকেছে, পানীয় জল পাওয়া যাবে না। ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে টিউবওয়েল বসানোর নির্দেশ মুখ্যমন্ত্রী। তাছাড়া ত্রাণের আবেদনের রিভিউ হবে। আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত দুয়ারে ত্রাণ দেওয়া হবে।
ওই তারিখের মধ্যে ত্রাণের আবেদন জমা দিতে হবে। ক্ষোভ জানাতে হবে। ১৯ থেকে ৩০ ত্রাণের আবেদনপত্র খতিয়ে দেখা হবে। সমীক্ষা করে দেখা হবে ত্রাণের টাকার অপব্যবহার করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির রিপোর্ট দিয়ে এসেছি। তবে আমাকে দিঘায় আসতে হত, তাই বৈঠকে থাকতে পারিনি। উনি আমাকে বৈঠকে ডেকেছিলেন। তাই ওঁর সঙ্গে দেখা করে এসেছি। জানিয়ে এসেছি, দিঘায় আসতে হবে তাই বৈঠকে থাকতে পারছি না। তাছাড়া প্রধানমন্ত্রীর কাছে দিঘা সৈকত উন্নয়নের জন্য ১০ হাজার কোটি এবং সবমিলিয়ে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ চেয়েছি। তবে তা পাবো কি না জানি না তবে ওঁকে বলে এসেছি। তাছাড়া আগামীকাল , শনিবার দিঘা , খেজুরী , নন্দীগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা আকাপথে পরিদর্শন করবে বলে জানান তিনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Money application
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore