পত্রিকা প্রতিনিধি : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মদ বিরোধী আন্দোলনকারীদের মারধরের ঘটনার সঙ্গে যুক্ত ভরত দাস,সুবল মন্ডল,বলাই দিন্দা,বিষু দাস ও কেনারাম ঘড়াই নামের পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করে মারিশদা থানার পুলিশ।তবে এর আগে এ ঘটনার সঙ্গে যুক্ত ৩জন ও ২জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল।এদের সকলের বাড়ি কাঁথি ৩ ব্লকের পরিহরা গ্রামে । Contai news, Contai News, Purba Medinipur news, Biplabi Sabyasachi news, latest Bengali news, bengal news
আরও পড়ুন- পাঁশকুড়ায় প্রশাসনের তরফে পূজো কমিটিদের নিয়ে জরুরী বৈঠক
উল্লেখ্য,চলতি মাসের ২৭ শে সেপ্টেম্বর কাঁথি ৩ ব্লকের ধান্দালিবাড় গ্রামের মানুষ বিরোধী আন্দোলনে নামেন এবং ওই এলাকায় মদের দোকান রাখা যাবে না বলে বিক্ষোভ করেন।এরপর আন্দোলন চলাকালীন হঠাতই দুষ্কৃতীরা আন্দোলন কারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ।তবে এই ঘটনার আহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী।
আরও পড়ুন- হলদিয়ায় মাটির তলা থেকে বেরিয়ে আসা গ্যাসের নমুনা সংগ্রহ করলেন হলদিয়া রিফাইনারি
অভিযোগ মদ দোকানের মালিক ভাড়াটে গুন্ডা দিযে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।এরপর গত কয়েকদিন আগে মারিশদা থানার পুলিশ দু’দফায় পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল।তারপর গতকাল ওই এলাকায় ফের অভিযান চালিয়ে আরো পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।এরপর শনিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেপাজতের নির্দেশ দেন।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi