Corona vaccine
আরও পড়ুন ঃ–রাজ্যে বজ্রপাতে মৃত্যু ১৯ জনের,পশ্চিম মেদিনীপুরে মৃত ২, ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রী Narendra Modi-র
পত্রিকা প্রতিনিধিঃ করোনার ভ্যাকসিনের (CORONA VACCINE) নোটিশকে ঘিরে বিভ্রাট তমলুক জেলা হাসপাতালে (TAMLUK DISTRICT HOSPITAL) । উত্তেজনা ভ্যাকসিনের নোটিশ ঘিরে। বিভ্রাট পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে।দফায় দফায় উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ।দীর্ঘদিন ধরে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে তমলুক জেলা হাসপাতালে।ভ্যাকসিন সেন্টারের বাইরে বয়সসীমা উল্লেখ করেই নোটিশ দেওয়া থাকতো। স্থানীয়দের অভিযোগ, গতকাল সেই নোটিশ খুলে নেওয়ার পর, রাত ২ টা থেকে ১৮ ঊর্ধ্ব বয়সী বেশ কিছু মানুষ ভ্যাকসিনের জন্য লাইন দিয়েছিলেন জেলা হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টারে।
আজ সকালের পর আবারও সেই ৪৫ ঊর্ধ্ব নোটিশ টাঙানোর পরেই বিক্ষোভে ফেটে পরেন লাইনে দাড়িয়ে থাকা মানুষ জন।তৈরি হয় ব্যাপক উত্তেজনা।উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।ভ্যাকসিন নিতে আসা মানুষদের বক্তব্য, বেশ কিছুদিন ধরেই তমলুক জেলা হাসপাতালে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল।
গত কাল ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার নোটিশ খুলে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।ভ্যাকসিন সেন্টারে দেওয়ালে থাকা নোটিশ না থাকায় গতকাল গভীর রাত থেকে ১৮ ঊর্ধ্ব বয়সী বেশ কিছু মানুষ লাইন দিতে শুরু করে ভ্যাকসিন নেওয়ার জন্য।আজ সকাল ১১ টা নাগাদ হাসপাতালের কর্মীরা এসে আবারও পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বয়সীদের টিকা দেওয়ার নির্দেশ নামা সম্বলিত বোর্ড টাঙিয়ে দেণ । এরপর ক্ষিপ্ত হয়ে ওঠে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন।উত্তপ্ত হয় হাসপাতাল চত্বর।তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাসপাতাল সুপারের সাথে কথাবার্তা বলে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিলে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Corona vaccine
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore