আরও পড়ুন ঃ– এগরায় বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
পত্রিকা প্রতিনিধিঃ ফের পূর্ব মেদিনীপুর জেলার শিল্প নগরী হলদিয়ায়(Haldia) ভয়াবহ অগ্নিকান্ড।এবার হলদিয়া পেট্রোকেমিক্যাল (haldia petrochemicals) সংস্থার ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে শিল্পশহরে। তবে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮ ইঞ্জিন। ইতিমধ্যে তারা আগুন(Fire) নিয়ন্ত্রণে আনার সমস্ত পক্রিয়া চালাচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, পেট্রোকেমিক্যাল(petrochemicals) সংস্থার রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই ন্যাপথা ট্যাঙ্কারে আচমকাই আগুন লাগে। তবে দাহ্য পদার্থ মজুত থাকায় তা অল্প সময়েই ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনা দেখতে পেয়ে সংস্থার কর্মীদের প্রানে বাঁচাতে বাইরে বেরিয়ে আসে।
আর এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৮টি ইঞ্জিন। তবে আগুনের উৎসস্থলের কাছাকাছি পৌঁছানো তাঁদের পক্ষে সম্ভব হয় না। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে চলেছেন দমকলের কর্মীরা। শিল্পতালুকের কর্মীরাও তাঁদের সাহায্য করছেন বলে শোনা গিয়েছে। উল্লেখ্য, সপ্তাহের দ্বিতীয় দিনে শিল্পতালুকে অনেক কর্মীই কাজ করতে গিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই পুরোদমে কাজ চলছিল। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাইকিং করে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। তবে শিল্পতালুকের ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরা। আগুনের ফলে কোনও প্রাণহানি যাতে না হয়।
সেই চেষ্টাই করছেন দমকলকর্মীরা। কিন্তু শিল্পতালুকের অন্দরে অনেক রাসায়নিক আছে বলেই জানা গিয়েছে। যার ফলে দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার কাজটি বেশ কঠিন। আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাঁরা। তবে শেষ খবর, পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২ বছর আগেও হলদিয়ার(Haldia) শিল্পতালুকে আগুন লেগেছিল। সেই আগুনে দুই জনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবারের ঘটনায় শিল্পতালুকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে এই ঘটনায় পরিবেশ দূষণ নিয়েও আশঙ্কা করছে পরিবেশবিদরা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore